Shah Rukh Khan birthday

জন্মদিনে এনরিকে’র সঙ্গে দেখা হবে শাহরুখের! এ বারও কি নিরাপত্তার জন্য ভক্তদের দেখা দেবেন না ‘বাদশা’?

আগামী ২ নভেম্বর অর্থাৎ রবিবার জন্মদিন শাহরুখের। সারা বিশ্বে উদ্‌যাপন হয় তাঁর জন্মদিন। অনুরাগীরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৫:৪৯
এনরিকে এ বার শাহরুখের জন্মদিনে।

এনরিকে এ বার শাহরুখের জন্মদিনে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত বছর জন্মদিনে ‘মন্নত’-এর ছাদে দেখা যায়নি শাহরুখ খানকে। মনখারাপ হয়েছিল বহু অনুরাগীর। নিরাপত্তার কথা মাথায় রেখেই নাকি এই পদক্ষেপ করেছিলেন তিনি। এ বার তাঁর ৬০তম জন্মদিন। তাই আরও বেশি উৎসাহী অনুরাগীরা। কিন্তু শোনা যাচ্ছে, এ বারও জন্মদিনে অনুরাগীদের দেখা দেবেন না শাহরুখ।

Advertisement

আগামী ২ নভেম্বর জন্মদিন শাহরুখের। সারা বিশ্বে উদ্‌যাপন হয় তাঁর জন্মদিন। অনুরাগীরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দেশ-বিদেশ থেকে ভক্তেরা এই দিন ‘মন্নত’-এর বাইরে এসে দাঁড়িয়ে থাকেন, ‘বাদশা’কে এক ঝলক দেখার জন্য। শোনা যাচ্ছে, এ বার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করতে চান অভিনেতা। তাই জন্মদিনের আগেই আলিবাগের উদ্দেশে রওনা দিচ্ছে খান পরিবার। আলিবাগের বাড়িতেই বসবে জন্মদিনের আসর।

১ নভেম্বর, শনিবারই আলিবাগ যাচ্ছেন শাহরুখ ও তাঁর পরিবার। মূলত, গত কয়েক মাস ধরে শাহরুখের বান্দ্রার বাড়ি অর্থাৎ ‘মন্নত’-এর পুনর্নির্মাণের কাজ চলছে। তাঁরা অন্য একটি বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন। তাই এ বারও ‘মন্নত’-এর ছাদে আসবেন না শাহরুখ। তবে আলিবাগের বাড়ির বাইরে এসে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন কি না, তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, শুধু পরিবার ও বন্ধুরা থাকলেও জন্মদিনের আসরে নাকি নানা চমক থাকবে।

বলিউডের আর এক সূত্রের দাবি, প্রাক-জন্মদিনের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেই আসরে শাহরুখের সঙ্গে দেখা করবেন স্প্যানিশ গায়ক এনরিকে ইগলেসিয়াস। বর্তমানে তিনি মুম্বইয়ে রয়েছেন। পর পর দু’দিন অনুষ্ঠান তাঁর। এর মাঝেই বলিউডের ‘বাদশা’র সঙ্গে দেখা করার কথাও উঠে আসছে।

Advertisement
আরও পড়ুন