Ayesha Takia was Replaced

শুটিং শুরুর মাত্র দু’সপ্তাহ আগে আয়েশার বদলে অমৃতা যোগ দেন ‘ম্যায় হুঁ না’ ছবিতে, কেন? খোলসা করলেন ফরাহ

ফরাহ এখন নিয়মিত ‘ভ্লগ’ করেন। একাধিক অভিনেতা-অভিনেত্রীর বাড়ি গিয়েও শুট করেন তিনি। তেমনই ভ্লগের একটি পর্বে পরিচালক-নৃত্যপ্রশিক্ষক হাজির হয়েছিলেন অমৃতার বাড়িতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৭:২৩
আয়েশার বদলে কেন অমৃতাকে বেছে নেন ফরাহ? ছবি: সংগৃহীত।

আয়েশার বদলে কেন অমৃতাকে বেছে নেন ফরাহ? ছবি: সংগৃহীত।

শাহরুখ খান অভিনীত ‘ম্যায় হুঁ না’ ছবির মাধ্যমে পরিচালনা শুরু করেন ফরাহ খান। এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অমৃতা রাও। কিন্তু, এই চরিত্রের জন্য নাকি প্রথমে চূড়ান্ত হয় আয়েশা টাকিয়ার নাম। কেন শেষ মুহূর্তে বদলে যায় নায়িকা? সম্প্রতি, এই বিষয়ে কথা বলেন ফরাহ।

Advertisement

ফরাহ এখন নিয়মিত ‘ভ্লগ’ করেন। একাধিক অভিনেতা-অভিনেত্রীর বাড়ি গিয়েও শুট করেন তিনি। তেমনই ভ্লগের একটি পর্বে পরিচালক-নৃত্যপ্রশিক্ষক হাজির হয়েছিলেন অমৃতার বাড়িতে। সেখানেই শোনা গেল, অমৃতার আগে পর্দার সঞ্জনা বক্সীর চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল আয়েশাকে। কিন্তু শুটিং শুরুর সপ্তাহ দুই আগে নাকি ছবি থেকে সরে যান অভিনেত্রী।

স্মৃতি হাতড়ে ফরাহ বলেন, “শুটিংয়ের ২ সপ্তাহ আগে, সব কিছু ঠিক হয়ে গিয়েছে, কিন্তু তখন নায়িকা নেই। দার্জিলিঙের সেন্ট পলস বুকিং হয়ে গিয়েছে তখন, সবাই পৌঁছে গিয়েছেন সেখানে। আমরা প্রথমে আয়েশাকে চূড়ান্ত করেছিলাম, কিন্তু ও তখন ইমতিয়াজ় আলির সিনেমার শুটিং করছিল। প্রায় ২ মাস শুটিং করছিল। আমার ছবির শুট শুরু হতে দুই সপ্তাহ তখন বাকি। আমি ওকে ফোন করে বলি যে তোমার তো পোশাক ইত্যাদি কিছুই তৈরি হয়নি। তখন আমাকে আয়েশা জানায় যে এই কাজটা ও করতে পারবে না। কারণ ইমতিয়াজ়ের ছবির তখনও শুটিং চলছে।”

কী ভাবে সেই চরিত্রের প্রস্তাব গেল অমৃতার কাছে? ফরাহ বলেন, “গৌরী খান আমাকে বলেন এই মেয়েটিকে (অমৃতা) দেখতে পারো। ও (অমৃতা) একটা কুর্তি পরেছিল, ফলে একেবারেই আমার চরিত্রের সঙ্গে কোনও মিল খুঁজে পাইনি। ওকে অডিশনের সময় আমি মূল কান্নাকাটির দৃশ্যটা দিই। অমৃতাকে ক্যামেরার সামনে দাঁড় করালে ও আগুন, এমনিতে ঠিকাঠাক। শ্রীদেবীর ঠিক এই গুণটাই ছিল।” ছবিতে অমৃতার রক্ষাকর্তা হিসাবে তাঁর কলেজে পৌঁছোন শাহরুখ। অমৃতার অভিনয় বেশ প্রশংসিতও হয়েছিল।

Advertisement
আরও পড়ুন