Farha Khan on Ramdev

গান্ধীজির সঙ্গে নিজের কর্মকাণ্ডের তুলনা রামদেবের, ফারহা মিল দেখলেন সলমনের সঙ্গে

রামদেব জানান, অন্য অনেকের জন্য প্রাসাদপ্রমাণ বাড়ি বানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু নিজে কুঁড়েঘরে থাকতে ভালবাসেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২
রামদেবের আশ্রমে গিয়ে কী দেখলেন ফারহা?

রামদেবের আশ্রমে গিয়ে কী দেখলেন ফারহা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রামদেবকে সলমন খানের সঙ্গে তুলনা করলেন ফারহা খান। সম্প্রতি হরিদ্বারে যোগগুরুর আশ্রমে গিয়েছিলেন পরিচালক। সেখানে গিয়েই তাঁর মনে হয়েছে, সলমন ও রামদেবের মধ্যে কিছু মিল রয়েছে।

Advertisement

ছবি পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি বর্তমানে ফারহা খান ইউটিউবেও সক্রিয়। নিজের একটি ভ্লগে নানা ক্ষেত্রের তারকাদের জীবনযাপন তুলে ধরেন তিনি। সেরকমই এক উদ্দেশ্যে চলে গিয়েছিলেন রামদেবের আশ্রমে। সেখানে যোগগুরু তাঁকে নিজের ধ্যান করার বিশাল ঘর ঘুরিয়ে দেখান। বেশ কিছু কুঁড়েঘরও রয়েছে সেখানে। আশ্রমের কয়েকটি কোণ আধ্যাত্মিক চেতনা জাগাতে খুব সাহায্য করে বলে জানান তিনি।

রামদেব জানান, অন্য অনেকের জন্য প্রাসাদপ্রমাণ বাড়ি বানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু তিনি নিজে কুঁড়েঘরে থাকতে ভালবাসেন। এই কুঁড়েঘরগুলি জোধপুরি পাথর দিয়ে তৈরি। এইসব দেখে ফারহার মনে হয়েছে, রামদেবের সঙ্গে মিল রয়েছে অভিনেতা সলমন খানের। তিনি বলেন, “তা হলে আপনি আর সলমন খান একই। অন্যদের জন্য মহল বানিয়েছে ও (সলমন), কিন্তু নিজে থাকে এক কামরার বাড়িতে।”

ফারহার মন্তব্যে সম্মতি দেন রামদেব। তার পরেই ফারহাকে তিনি এক লক্ষ টাকা দামের একটি কমণ্ডলু দেখান। ধর্মীয় আচারের বিশেষ কাজে এটি ব্যবহার করা হয় বলে জানান যোগগুরু। ফারহাও হাতে নিয়ে দেখেন সেই দামি কমণ্ডলুটি।

রামদেবের বাড়িকে ‘শাহী মহল’ বলে আখ্যা দেন ফারহা। তিনি রামদেবকে বলেন, “মহারাজ, আপনি তো নিজের জন্য প্রায় গোটা একটা শহর তৈরি করে ফেলেছেন।” এই শুনে রামদেব বলেন, “সবরমতী আশ্রম যেমন মহাত্মা গান্ধী তৈরি করেছিলেন, তেমনই এটা আমার তপস্বী কুটির। আমি মানুষের জন্য প্রাসাদ তৈরি করেছি। কিন্তু নিজে কুটিরে থাকতে ভালবাসি।”

Advertisement
আরও পড়ুন