Dhruv Tara Serial

সিরিয়ালের সেটে আগুন, কেমন আছেন নায়ক-নায়িকা সহ কলাকুশলীরা?

শুটিং চলছিল। তার মাঝেই আচমকা ছন্দপতন। আগুন লেগে যায় ‘ধ্রুব তারা’ সিরিয়ালের সেটে। কোনও বড় ক্ষয়ক্ষতি হল নাকি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ১৫:১০
Fire catches Mumbai Serial Set Dhruv Tara

‘ধ্রুব তারা’ সিরিয়াল। ছবি: সংগৃহীত।

প্রতি দিনের মতো শুরু হয়েছিল শুটিং। আচমকা ছন্দপতন। আগুন লেগে যায় ‘ধ্রুব তারা’ সিরিয়ালের সেটে।

Advertisement

সনি লিভ চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘ধ্রুব তারা’। মুম্বইয়ের ফিল্ম সিটিতে চলছিল শুটিং। সিরিয়ালের সেটে্র পিছনে এক কর্মী জ্বলন্ত দেশলাইকাঠি ছুড়তেই সেখানে আগুন লাগে। সেখানে শুকনো ঘাস থাকায় নিমেষে আগুন ধরে যায়। তবে তৎপরতার সঙ্গে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে নিভিয়ে ফেলা হয় আগুন। যদিও এই গোটা ঘটনায় সেটে উপস্থিত অভিনেতা-অভিনেত্রীদের কোনও ধরনের চোট-আঘাত লাগেনি। তাঁদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এই সিরিয়ালের সৃজনশীল পরিচালক ধ্রুব কার্লা বলেন, ‘‘সেটের পিছনে জঙ্গল থেকে মূলত আগুন ধরার ঘটনাটি ঘটে। তবে অভিনেতা-অভিনেত্রী-সহ কলাকুশলীরা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন। চিন্তার কোনও বিষয় নেই।’’

Advertisement
আরও পড়ুন