Jaysalmer Jomjomat Web Series

ফের জৈসলমের! নতুন রহস্যের পর্দা ফাঁস করতে যাচ্ছেন সব্যসাচী, সঙ্গী মেঘলা

‘সোনার কেল্লা’র ৫০ বছরের পূর্তি। সেই উপলক্ষেই নতুন ওয়েব সিরিজ় তৈরি করলেন পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ০৮:৫৪
First look launch of Sabyasachi Choudhury and Meghla Dasgupta\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s new web series Jaysalmer Jomjomat

আসছে সব্যসাচী এবং মেঘলার নতুন ওয়েব সিরিজ় ‘জয়সলমীর জমজমাট’। ছবি: সংগৃহীত।

রজতবাবু ব্যাঙ্কের ম্যানেজার। কয়েক দিনের ছুটি পেয়েছিলেন। তাই পরিবারকে নিয়ে জৈসলমের ঘুরতে যাবেন বলে ঠিক করেন। মুকুলের সোনার কেল্লা দেখার আগ্রহ সব বাঙালির মনেই থাকে। কিন্তু সেই ঘুরতে যাওয়া যে এমন কাল হয়ে দাঁড়াবে বুঝতে পারেননি। এমনই এক প্রেক্ষাপটে নতুন ওয়েব সিরিজ় তৈরি করছেন পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। নাম ‘জয়সলমীর জমজমাট’। প্রযোজনার দায়িত্বে রয়েছেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ ছবির ৫০ বছরের পূর্তি, সেই উপলক্ষ্যেই এমনই একটা সিরিজ় তৈরির পরিকল্পনা করেছেন পরিচালক। যার পরতে পরতে রহস্য আর টানটান উত্তেজনা। এখন প্রশ্ন হল এই নতুন অ্যাডভেঞ্চারে মুখ্য চরিত্রে দেখা যাবে কাকে?

Advertisement
First look launch of Sabyasachi Choudhury and Meghla Dasgupta's new web series Jaysalmer Jomjomat

‘জয়সলমীর জমজমাট’-এর শুটিং-এ ব্যস্ত পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

‘ভাগাড়’-এর পর ‘ক্লিক’-এর নতুন সিরিজে় আবারও অভিনেতা সব্যসাচী চৌধুরী। আর বড় চমক হিসাবে দেখা যাবে অভিনেত্রী মেঘলা দাশগুপ্তকে। ইন্ডাস্ট্রিতে তাঁকে সবাই চেনেন বিরসা দাশগুপ্ত এবং বিদীপ্তা চক্রবর্তীর মেয়ে হিসাবেই। নতুন কাজ নিয়ে তাঁরা দু’জনেই উত্তেজিত।

সব্যসাচী বললেন, “এত বছর ধরে আমি বহু ছবি, সিরিজ়ে কাজ করেছি। কিন্তু এই কাজটির অভিজ্ঞতা অন্য রকম। এর আগে বেলুড় মঠ থেকে মোটরবাইক চালিয়ে জৈসলমের গিয়েছি। আবারও যে সেখানেই যাব, কাজের সূত্রে তা ভাবতে পারিনি।” অন্য দিকে মেঘলা তো প্রথম বার ঘুরে দেখলেন মুকুলের রাজ্য। তাঁকে এর আগে খুব কম সিরিজ় বা টেলিফিল্মে দেখা গিয়েছে। অভিনেত্রী বললেন, “এই চরিত্রটার প্রস্তুতিই ছিল অন্য রকম। সেটা সবাই যখন দেখবেন, বুঝতে পারবেন।” রিঙ্গো পরিচালিত সিরিজ় আগেও দর্শকের নজর কেড়েছে। এ ক্ষেত্রে পরিচালক বললেন, “২০২৫- এ সোনার কেল্লার ৫০ বছরের পূর্তি। তাই এমন কিছু তৈরি না করলে হয়! এই সিরিজ় সত্যজিৎ রায়ের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।” পাঁচ পর্বের এই সিরিজ়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা দেবতনু, অভিষেক সিংহ, অমৃতা দেবনাথ, শাহির রাজ, দেবাশিস নাথ, মৌমিতা পাল-সহ আরও অনেককে।

Advertisement
আরও পড়ুন