বলিউডে মন ভাঙল কাদের? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বিচ্ছেদ সব সময়ই বেদনার। কিন্তু কিছু সম্পর্কের ইতি হওয়াই কাম্য, তা বোঝা যায় কিছুটা সময় পার হয়ে গেলে। চলতি বছরেও বলিউড এমন কিছু সম্পর্কের সাক্ষী থাকল। কিছু সম্পর্ক ও দাম্পত্যে ইতি পড়ল দীর্ঘ সফরের পরে। কেউ সম্পর্ক ভাঙার পরে ছিন্ন করলেন সব রকমের যোগ, কেউ বা থেকে গেলেন পরস্পরের শুভাকাঙ্ক্ষী হয়ে। দেখে নেওয়া যাক, আরব সাগরের তীরে কোন কোন জুটির সম্পর্ক ভাঙার সাক্ষী থাকল ২০২৫।
১) স্মৃতি-পলাশ: এই বছরের সবচেয়ে বড় বিচ্ছেদ স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের। ২০১৯ থেকে প্রেম। নভেম্বরে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের পরে শুরু হয় ক্রিকেটদলের সহ-অধিনায়ক স্মৃতির বিয়ের তোড়জোড়। হয়ে যায় বাগ্দান পর্ব। সমাজমাধ্যমের ‘পাওয়ার কাপল’ ছিলেন তাঁরা। কিন্তু বিয়ের মণ্ডপে ওঠার আগেই যেন সব বদলে যায়। উঠে আসে পলাশের প্রতারণার গুঞ্জন। শেষ মুহূর্তে বিয়ে বাতিল করেন স্মৃতি। অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা। এর পরে, বাবা সুস্থ হয়ে ফিরলেও আর বিয়ের পিঁড়িতে বসেননি স্মৃতি। দিন কয়েকের গুঞ্জন থামিয়ে স্পষ্ট জানিয়েছেন এই বিয়ে বাতিল করলেন তিনি। প্রতারণার সঙ্গে সহাবস্থানে রাজি হননি। তাই সপাটে সম্পর্ক ভেঙেছেন স্মৃতি। প্রয়োজনে খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসা জরুরি, সেই বার্তাই যেন দিয়েছেন ক্রিকেটার।
২) তমন্না-বিজয়: আসমুদ্র হিমাচল ছড়িয়ে রয়েছে তমন্না ভাটিয়ার অনুরাগী। তাঁর সৌন্দর্য ও নাচে মুগ্ধ অসংখ্য পুরুষমন। কিন্তু মনের মানুষের কাছ থেকে নাকি আঘাত পেয়েছেন তিনি। বলিউডের ঘোষিত যুগল ছিলেন তিনি ও বিজয় বর্মা। তমন্না নাকি বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। সেখানেই নাকি আপত্তি বিজয়ের। ভেঙে যায় সেই সম্পর্ক। দুই তারকার বন্ধুমহলও অনেকটা এক। তবে তাঁদের আর একসঙ্গে দেখা যায় না। এখন বি-টাউনে ফাতিমা সানা শেখের সঙ্গে বিজয়ের সম্পর্কের গুঞ্জন চর্চিত।
৩) যুজ়বেন্দ্র-ধনশ্রী: বহু দিন ধরেই তাঁদের সম্পর্কে ভাঙন ধরেছে। অবশেষে চলতি বছরের মার্চ মাসে আইনসম্মত ভাবে বিচ্ছেদ হয় যুজ়বেন্দ্র চহাল ও ধনশ্রী বর্মার। ২০২২ সালে নিজের নামের পাশ থেকে চহাল পদবী সরিয়ে দিয়েছিলেন ধনশ্রী। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। তার পরে নাকি দু’জনের মধ্যে বনিবনার অভাব দেখা দেয়। এও শোনা গিয়েছিল, কেরিয়ারের জন্য ধনশ্রী মুম্বই এসে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু চহাল হায়দরাবাদেই থাকতে চান। তার পর থেকেই তাঁদের সম্পর্কে চিড় ধরে।
৪) সেলিনা-পিটার: দীর্ঘ দাম্পত্যে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন সেলিনা জেটলি। ২০১১ সালে অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। তাঁদের তিন সন্তান। এ বার স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে গত নভেম্বর মাসে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। এত দিন দাম্পত্য নিয়ে কোনও কথা বলতেন না। তবে সম্প্রতি সেলিনার তোলা অভিযোগ শুনে শিউরে উঠেছেন অনেকেই। অভিনেত্রীর দাবি, তিন সন্তানকে কেড়ে নিতে চাইছেন তাঁর স্বামী পিটার হাগ।
বড়পর্দা ছাড়াও চলতি বছরে সম্পর্কের কারণে আলোচনায় থেকেছেন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় জুটি জয় ভানুশালি ও মাহি ভিজ। প্রায় ১৫ বছরের দাম্পত্য তাঁদের। সেই সম্পর্কেই নাকি ছেদ পড়েছে। গত অগস্ট মাসে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাঁদের। জয় তাঁর সমাজমাধ্যম থেকে সরিয়ে দিয়েছেন মাহির ছবি। এক কাজ করেছেন মাহিও। এই জুটি ছোটপর্দার দর্শকের খুবই পছন্দের। ফলে বিচ্ছেদের গুঞ্জনে মন ভেঙেছে তাঁদেরও। কিন্তু, জয় বা মাহি বিচ্ছেদের গুঞ্জনে এখনও সিলমোহর দেননি।