February OTT release 2025

ফেব্রুয়ারিতেও ওটিটি দুনিয়ায় একাধিক চমক! কী কী না দেখলেই নয়, রইল তালিকা

ফেব্রুয়ারিতেও রয়েছে ওটিটি জুড়ে রয়েছে একাধিক আকর্ষণীয় হিন্দি কন্টেন্ট। দেখে নেওয়া যাক, এই মাসের পাঁচটি ওটিটি ছবি, যেগুলি দেখতেই হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১২
Five OTT content you should watch in February

ফেব্রুয়ারি মাসে ওটিটি-তে কী কী দেখবেন! গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

একটা সময়ে চলচ্চিত্র প্রেমীদের অপেক্ষা করে থাকতে হত, কবে প্রেক্ষাগৃহে ভাল ছবি মুক্তি পাবে। সে সব এখন অতীত। হাতের মুঠোয় রয়েছে নানা রকমের ছবি দেখার উপায়। প্রেম থেকে থ্রিলার— সব রকম ছবিই থাকে একাধিক ওটিটি প্ল্যাটফর্মে। মেজাজ অনুযায়ী তা দেখে নেন সিনেপ্রেমীরা। ফেব্রুয়ারিতেও রয়েছে ওটিটি জুড়ে রয়েছে এমন একাধিক আকর্ষণীয় হিন্দি কন্টেন্ট। দেখে নেওয়া যাক, এই মাসের পাঁচটি ওটিটি ছবি, যেগুলি দেখতেই হবে।

Advertisement

১) দ্য মেহতা বয়েজ়: অভিনয়ে বার বার প্রমাণ করেছেন নিজেকে। এ বার এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতে খড়ি হল বোমান ইরানির। বাবা ও ছেলের সম্পর্কের সমীকরণ তুলে ধরা হয়েছে ছবিতে। বাবার চরিত্রে বোমান নিজেই। ছেলের ভূমিকায় অবিনাশ তিওয়ারি। আমাজ‌়ন প্রাইম ভিডিয়োতে ছবিটি মুক্তি পাচ্ছে ৭ ফেব্রুয়ারি।

২) মিসেস: সান্য মলহোত্র অভিনীত এই ছবি বহু দিন ধরেই আগ্রহ দর্শকের। মলায়ালম ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’-এর হিন্দি সংস্করণ এই ছবি। সান্যের চরিত্রের নাম রিচা, পেশায় নৃত্যশিল্পী। এক চিকিৎসককে বিয়ে করার পরে বদলে যায় তার জীবন। দূরে সরে যায় নিজের শিল্প ও আকাঙ্ক্ষা। জ়ি ফাইভে এই ছবি মুক্তি পাচ্ছে ৭ ফেব্রুয়ারি।

৩) ধুম ধাম: নিখাদ প্রেমের গল্প রয়েছে এই ছবিতে। অভিনয় করেছেন ইয়ামি গৌতম ধর ও প্রতীক গান্ধী। কোয়েল এক প্রাণোচ্ছল মহিলা। অন্য দিকে বীর পেশায় একজন পশু চিকিৎসক। তাদের বিয়ে নিয়ে হুলুস্থুল ঘটে যায়। এই রোম্যান্টিক কমেডি মুক্তি পাচ্ছে প্রেম দিবসে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারিতে। দেখা যাবে নেটফ্লিক্সে।

৪) গেম চেঞ্জার: রাম চরণের এই ছবি বড় পর্দায় মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। ছবি নিয়ে চর্চাও হয়েছে বিস্তর। রামচরণের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আডবাণী। তবে বক্স অফিসে সেই ভাবে ভাল ব্যবসা করতে পারেনি। আমাজ়ন প্রাইম ভিডিয়োয় এই ছবি মুক্তি পাচ্ছে ১৪ ফেব্রুয়ারিতে। এ বার দেখার ওটিটি-তে এই ছবি কেমন সাড়া ফেলতে পারে।

৫) বেবি জন: ২০২৪-এর ডিসেম্বরে এই ছবি মুক্তি পেয়েছিল। ছবি মুক্তির আগে সাড়া ফেললেও, বক্স অফিসে সেই ভাবে সফল হতে পারেনি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধওয়ান। তাঁর বিপরীতে রয়েছেন দুই নায়িকা, কীর্তি সুরেশ ও ওয়ামিকা গব্বি।

Advertisement
আরও পড়ুন