Bochorer Best 2024

‘ফেলুদা’ সেজে টোটা, রং মিলিয়ে জীতু-সন্দীপ্তা জোট! ‘বছরের বেস্ট’ লাল গালিচায় তারকাদের চমক

আনন্দবাজার ডট কম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৪’-এর লাল গালিচাও সাক্ষী থাকল ঐতিহ্য থেকে বিবর্তনের।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ২২:০৭
From Tota Roy Chowdhury to Debleena Dutta, celebrities who stole the show at BB 2024 red carpet

বাহারি পোশাকে চমকে দিলেন তারকারা। নিজস্ব চিত্র।

এক দিকে বাঙালির ঐতিহ্য। আর এক দিকে যুগের সঙ্গে তাল মিলিয়ে বিবর্তন বা পরিবর্তন। আনন্দবাজার ডট কম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৪’-এর লাল গালিচাও সাক্ষী থাকল ঐতিহ্য থেকে বিবর্তনের। মানুষের সাজ, পোশাক তাঁর ব্যক্তিত্ব প্রতিফলনে সাহায্য করে। শুক্রবারের সন্ধ্যায়ও সাজ-পোশাকে নজর কাড়লেন অনুষ্ঠানের অতিথিরা।

Advertisement

লাল গালিচায় হঠাৎ হাজির ফেলুদা। বাঙালির কাছে ‘ফেলুদা’ বললেই দু’জন মানুষের অবয়ব ভেসে ওঠে। প্রথম জন চির তরুণ সৌমিত্র চট্টোপাধ্যায়। কালের নিয়মে যিনি এ পৃথিবী ছেড়ে চলে গেলেও, কোনও দিন ছেড়়ে যেতে পারবেন না বাঙালির হৃদয়। অন্য জন সব্যসাচী চক্রবর্তী। এর বাইরে বেরিয়ে নতুন করে টোটা রায়চৌধুরীকে ফেলুদা হিসাবে ভাবতে শুরু করেছে বাঙালি। শীঘ্রই আসছে নতুন ছবি ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। চরিত্রের মতো করে সেজেই আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৪’-এ হাজির তিনি। কেন এমন সেজে এলেন? টোটার দাবি, “সামনেই ছবিমুক্তি। তাই অন্য কোনও সাজের কথা ভাবতেই পারছি না। সর্বত্র কেবল প্রচার চলছে।”

বরাবরের মতো সাবেক সাজে এসেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর। ধূসর জমিনে লাল ও কালো মন্দির পাড় শাড়ির সঙ্গে মানানসই শাল। খোঁপায় চির চেনা লাল ফুল। লাল গালিচায় অভিনেত্রী বললেন, “আজকাল শাড়ি পরতে ভাল লাগে না। বরং আলখাল্লার ঢোলা পোশাকই আরামদায়ক মনে হয়। আমি এখন প্যান্ট-শার্টও পরি। তবে বিশেষ দিনে শাড়িই ভরসা।”

‘বছরের বেস্ট ২০২৪’-এ পশ্চিমি পোশাক বেছে নিয়েছেন দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাঁদের সাজ যেন যুগের বিবর্তনের প্রতিনিধি। শ্রীময়ীর পরনে উজ্জ্বল লাল রঙের প্যান্ট ও ব্লেজ়ার। রং মিলিয়ে বেছে নিয়েছেন জুতো। খোলা চুল। অন্য দিকে কাঞ্চন পরেছেন প্যান্ট ও ঘিয়ে রঙের টি-শার্টের উপর চামড়ার জ্যাকেট। পায়ে সাদা স্নিকার্স। শ্রীময়ী বললেন, “২৭ বছরের ছোট স্ত্রী, তাই স্বামীকে একটু রঙিন হয়ে উঠতেই হয়।”

কালো পাঞ্জাবির বাঁ দিকে সাদা আলপনা আঁকা। একেবারে অন্য রকম সাজে মঞ্চে উপস্থিত হলেন গায়ক ও রাজ্যের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। পুরস্কৃত করলেন, ‘ইমামি’র দুই কর্ণধারকে। এই সন্ধ্যার সাজ সম্পর্কে বলতে গিয়ে বাবুল বলেন, “আমি উত্তমকুমারের অনুরাগী। উত্তমকুমার কখনও অতিরিক্ত কাজ করা পাঞ্জাবি পরতেন না। আমিও খুব স্বল্প কাজের পাঞ্জাবি পরতেই ভালবাসি। এই পাঞ্জাবির এক দিকে কাজ করাটাও আমার ভাবনা। এক নতুন পোশাকশিল্পী আমার জন্য এঁকে দিয়েছেন।”

অভিনেতা জীতু কমল আর সন্দীপ্তা সেনকে দেখা গেল একই রঙের পোশাকে। দু’জনের পোশাকেই লাল রং। তা দেখে নিজেরাই আনন্দে আত্মহারা। পাশাপাশি দাঁড়িয়ে তুলে ফেললেন ছবিও। জানালেন, সম্পূর্ণ পরিকল্পনাহীন ভাবেই এই মিল হয়ে গিয়েছে।

অভিনেত্রী দেবলীনা দত্তের পরনে ছিল একেবারে অন্য রকমের একটি পোশাক। অফ শোল্ডার টপের সঙ্গে গাঢ় লাল রঙের লেহঙ্গা। খোলা কোঁকড়া চুলে তাঁকে দেখতে লাগছিল অনেকটা ‘মোয়ানা’র মতো। তবে গলায় শাঁখের মালার বদলে ছিল স্বর্ণাভরণ।

Advertisement
আরও পড়ুন