govinda sunita divorce

গোবিন্দর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ সুনীতা! বিবাহবিচ্ছেদ নিয়ে কী জানালেন আইনজীবী?

গোবিন্দর বিরুদ্ধে সুনীতা আদালতের দ্বারস্থ হয়েছেন বলে গুঞ্জন। ২৪ ঘণ্টা কাটার আগেই মুখ খুললেন অভিনেতার আইনজীবী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৩:৩১
গোবিন্দ-সুনীতার বিচ্ছেদে কি সিলমোহর পড়ল!

গোবিন্দ-সুনীতার বিচ্ছেদে কি সিলমোহর পড়ল! ছবি: সংগৃহীত।

৩৭ বছরের বিবাহিত জীবনে ইতি টানতে চলেছেন গোবিন্দ-সুনীতা। সূত্র বলছে, তারকা-পত্নী নাকি বান্দ্রা আদালতে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তুলেছেন একগুচ্ছ অভিযোগ। গোবিন্দের বিরুদ্ধে ব্যাভিচার, প্রতারণা-সহ নিষ্ঠুরতার বিবিধ অভিযোগ এনেছেন। তবে এটা প্রথম নয়, গত বছরের শেষ দিক থেকেই বার কয়েক তাঁদের বিচ্ছেদের খবর শোনা গিয়েছে। যদিও এ বার প্রকাশ্যে আসে সুনীতার আদালতে দ্বারস্থ হওয়ার ঘটনা। ২৪ ঘণ্টা কাটার আগেই মুখ খুললেন গোবিন্দর আইনজীবী।

Advertisement

সাম্প্রতিক সময়ে সুনীতা একাধিক বার বলেছেন, ‘‘পুরুষমানুষকে ভরসা করা উচিত নয়, কখন কী করে বসবেন বুঝতে পারবেন না।’’ কখনও আবার বলেছেন, ‘‘আমি গোবিন্দর তাঁবেদারি করি না, সত্যিটা বলি বলে সহ্য হয় না।’’ বেশ কয়েক মাস ধরেই আকারে-ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন তাঁর ও গোবিন্দর সম্পর্কের বাঁধন আলগা হচ্ছে। এর মাঝে আদালতে অভিযোগ দায়ের করার খবরে প্রায় হইচই পড়ে যায়। তবে কি বিয়ের ৩৭ বছর পর, পথ আলাদা হবে সুনীতা-গোবিন্দর! যদিও তড়িঘড়ি গোবিন্দর আইনজীবী বলেন, ‘‘সব সমস্যা মিটে গিয়েছে। এসব আগের জিনিস, লোক এখন সামনে আনছেন। সামনেই গণেশ চতুর্থী আসছে। ওঁদের একসঙ্গে দেখতে পাবেন আপনারা।’’ এক দিকে স্বস্তি অনুরাগীদের যে, গোবিন্দর ঘর ভাঙছে না। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন যে টলমল, বকলমে সে কথা স্বীকার করে নিলেন আইনজীবী।

Advertisement
আরও পড়ুন