Jaya Bachchan

কথায় কথায় মেজাজ হারাচ্ছেন, ধাক্কা মারেন, জয়ার মাথা গরমের কারণ জানালেন অভিষেক ও শ্বেতা

ক্যামেরা দেখলেই রেগে যান জয়া। আগে রাগ করতেন শুধু ছবিশিকারিদের উপর। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে, তাঁর রাগ বৃদ্ধি পেয়েছে। কিন্তু কী কারণে এমন আচরণ করেন বচ্চন-ঘরনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ২০:৩৮
জয়ার রাগের কারণ জানালেন অভিষেক-শ্বেতা।

জয়ার রাগের কারণ জানালেন অভিষেক-শ্বেতা। ছবি: সংগৃহীত।

রাগ যেন তাঁর নাকের ডগায়। কথায় কথায় মেজাজ হারান। যদিও এই স্বভাব জয়া বচ্চনের নতুন নয়। আগে শুধু ছবিশিকারি দেখলেই রেগে যেতেন। কিন্তু যত দিন যাচ্ছে রাগ যেন বাড়ছে অভিনেত্রীর। অনুরাগী থেকে নিজের পার্টি কর্মী কাউকে যেন রেয়াত করছেন না। বলা ভাল তাঁর মেজাজ থেকে রেহাই পাচ্ছেন না কেউই। সম্প্রতি একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয় সমাজমাধ্যমে। যেখানে সমাজবাদী পার্টির এক কর্মীকে রীতিমতো ধাক্কা মারেন। তিনি জয়ার সঙ্গে একটি নিজস্বী তুলতে চেয়েছিলেন, এই ছিল তাঁর অপরাধ। আগেও নানা ঘটনা ঘটিয়েছেন। কিন্তু কেন এমন করেন জয়া? যদিও জয়ার ছেলে-মেয়েরা অবশ্য মায়ের এই মেজাজ হারানোর নেপথ্যের কারণ প্রকাশ্যে আনলেন।

Advertisement

জয়ার মেজাজের তল পাওয়া বেশ শক্ত। পান থেকে চুন খসলেই কখনও চিৎকার করেন, কখনও আবার বকা দেন। জয়াকে নিয়ে তটস্থ থাকেন সকলেই। অন্য তারকাদের ছবি তোলার জন্য হুটোপাটি করলেও জয়ার বিষয়ে সচেতন হয়ে উঠেছেন ছবিশিকারিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন নিজেই জানান, আজকাল বিমানবন্দরে তাঁর মাকে দেখলে ছবি তোলার জন্য ছবিশিকারিরা হুড়োহুড়ি করেন না। বরং তাঁর ছবি না তুলেই বিমানবন্দরের অন্দরে প্রবেশের রাস্তা করে দেন।

ভাইয়ের কথা শুনে শ্বেতা বলেন, ‘‘মায়ের আসলে দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে। চারপাশে বেশি লোকজন দেখলেই দমবন্ধ হতে শুরু করে, সেই কারণে এমন আচরণ করে।আসলে এটা একপ্রকারের আতঙ্ক।’’

Advertisement
আরও পড়ুন