Govinda Sunita Divorce

শুধুই পরকীয়া, না কি অন্য কারণ? গোবিন্দ-সুনীতার বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সহকারী

মেয়ে টিনার থেকে ছোট এক মরাঠি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু গোবিন্দ। তবে এটা ছাড়াও গোবিন্দ-সুনীতার সংসারে অশান্তির নেপথ্যে রয়েছে কোন কারণ?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬
পরকীয়া ছাড়াও রয়েছে অন্য কোন কারণ?

পরকীয়া ছাড়াও রয়েছে অন্য কোন কারণ? ছবি: সংগৃহীত।

মাস কয়েক ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলই, মঙ্গলবার সকালে যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোবিন্দ-সুনীতার বিবাহবিচ্ছেদের খবর। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত নীরব তারকা। শোনা যাচ্ছে, মেয়ে টিনার থেকে ছোট এক মরাঠি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু গোবিন্দ। তবে এটা ছাড়াও গোবিন্দ-সুনীতার সংসারে অশান্তির নেপথ্যে রয়েছে আরও বেশ কিছু সম্ভাব্য কারণ।

Advertisement

অভিনেতার দীর্ঘ দিনের সহকারী শশী সিন্‌হা বলেন, ‘‘বেশ কয়েক দিন ধরেই ওদের সম্পর্কে ওঠাপড়া চলছে। পরিবারের তরফে এমন কিছু মন্তব্য করা হয়েছে সংবাদমাধ্যমে যার ফলে সমস্যার সূত্রপাত। যদিও এর বেশি কিছু গোবিন্দ জানাতে চান না। খুব শীঘ্রই একটি সিনেমার কাজে হাত দেবেন। তার আগে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’’ এ দিকে গোবিন্দের ভাগ্নি আরতি সিংহ অবশ্য মামা-মামির বিচ্ছেদের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আরতির কথায়, ‘‘আমার মামা-মামির সম্পর্ক ভীষণ মজবুত, হতেই পারে না এমন কিছু।’’

একই সুর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের কণ্ঠেও। তিনি বলেন, ‘‘এটা হতেই পারে না, ওঁদের বিচ্ছেদ সম্ভব নয়।’’ যদিও শোনা যাচ্ছে সুনীতাই নাকি বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন। বেশ কয়েক বছর ধরেই ছেলেমেয়েকে নিয়ে একাই থাকেন সুনীতা। যদিও উল্টো দিকের বাংলোতে গোবিন্দ থাকেন। দিন কয়েক আগে সুনীতা নিজেই জানিয়েছিলেন, বেশ কয়েক বছর ধরেই জন্মদিনটা একাই কাটান। নিজেই কেক কাটেন, তার পর মদ নিয়ে বসেন। এ ছাড়াও স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন সে কথাও স্বীকার করেছেন সুনীতা।

Advertisement
আরও পড়ুন