Govinda

‘ওকে দেখে নিজেকে সামলানো যায় না’, কোন অভিনেত্রীর জন্য স্ত্রী সুনীতাকে সতর্ক করেন গোবিন্দ?

খ্যাতি হারানোর ভয়ে স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন গোবিন্দ। স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন সুনীতা। একদা কোন অভিনেত্রীর প্রেমে পড়েন নায়ক?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৪
Govinda confessed his crush for Divya Bharti while being married to Sunita Ahuja

সুনীতা আহুজা-গোবিন্দ। ছবি: সংগৃহীত।

প্রায় ৩৭ বছরের দাম্পত্য গোবিন্দের সঙ্গে। বর্তমানে দাম্পত্যের সমীকরণ নিয়েও মুখ খুলেছেন স্ত্রী সুনীতা আহুজা। অভিনেতার স্ত্রী জানিয়েছেন, এখন তিনি এবং গোবিন্দ আলাদা থাকেন। সন্তানদের নিয়ে থাকেন সুনীতা। সেই বাড়ির বিপরীতে একটি বাংলোতে একা থাকেন গোবিন্দ। প্রতি দিনের কাজ সেরে বাড়ি ফিরে অভিনেতা না কি বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকেন। যদিও এক সময় এই স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন গোবিন্দ, খ্যাতি হারানোর ভয়ে। স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন সুনীতা। গোবিন্দ তাঁর স্ত্রীকে নিজের দ্বিতীয় বিয়ের সম্ভাবনা নিয়ে আগাম সর্তক করে রেখেছিলেন। সহ-অভিনেত্রী দিব্যা ভারতীকে বড্ড বেশি পছন্দ করতেন গোবিন্দ। এক সময় বলেছিলেন, ‘‘দিব্যা এমন লাস্যময়ী যে ওকে দেখে সামলানো যায় না নিজেকে। একজন পুরুষ যা চায় সব গুণ আছে ওর।’’

Advertisement

১৯ বছর বয়সে পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু। হত্যা, আত্মহত্যা না কি দুর্ঘটনা? সেটা রহস্যই রয়ে গিয়েছে। তেলুগু ছবিতে দাগ্গুবাতি ভেঙ্কটেশের বিপরীতে অভিনয়ের শুরু। প্রথম হিন্দি ছবি ‘বিশ্বাত্মা’। ‘শোলা অউর শবনম’, ‘দিওয়ানা’ সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। ‘শোলা অউর শবনম’-এ অভিনয়ের সময় গোবিন্দের সঙ্গে আলাপ। জানা যায়, তাঁদের মধ্যে সম্পর্কও গড়ে উঠেছিল। দিব্যা সম্পর্কে গোবিন্দ বলেছিলেন, ‘‘দিব্যাকে আমার ভাল লাগে। এত মোহময়ী যে তাঁর সামনে পুরুষেরা নিজেদের সামলাতে পারে না। আমি জানি এটা শুনে আমার স্ত্রী খুব দুঃখ পাবে। কিন্তু দিব্যার মোহে পা দিইনি আমি এখনও। নিজেকে এখনও আটকে রেখেছি।’’ তবে সেই সাক্ষাৎকারে গোবিন্দ জানান, তাঁর কুষ্ঠিতে রয়েছে দ্বিতীয় বিয়ের যোগ। অভিনেতা না কি তাঁর স্ত্রীকে আগাম সর্তক করে রেখেছিলেন, যে কোনও সময় তিনি কারও প্রেমে পড়তে পারেন। বিয়েও হতে পারে। তাঁর স্ত্রীকে যে কোনও অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে।

Advertisement
আরও পড়ুন