govinda sunita marriage

‘লক্ষ লক্ষ টাকা নেন’, সুনীতার এমন দাবিতে কুলোপুরোহিতের কাছে ক্ষমা চেয়ে কী বললেন গোবিন্দ?

কুলপুরোহিত তাঁর স্বামীর থেকে লক্ষ লক্ষ টাকা নেন, দাবি করেন সুনীতা আহুজা। তার পরই প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় গোবিন্দকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৩:৫৮
(বাঁ দিকে) সুনীতা আহুজা, (ডান দিকে) গোবিন্দ।

(বাঁ দিকে) সুনীতা আহুজা, (ডান দিকে) গোবিন্দ। ছবি: সংগৃহীত।

গোবিন্দ আগেও বিভিন্ন সময় জানিয়েছেন, তাঁর স্ত্রী সুনীতা মানুষ ভাল, কিন্তু এমন কথা বলে দেয় যেগুলি অপ্রয়োজনীয়। সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটিয়ে বসেন সুনীতা। গোবিন্দদের কুলপুরোহিত তাঁর স্বামীর থেকে লক্ষ লক্ষ টাকা নেন বলে দাবি করেন তিনি। কুলপুরোহিতকে ‘চোর’ আখ্যাও দেন। তার পরই প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় গোবিন্দকে।

Advertisement

সম্প্রতি সুনীতা এক পডতাস্টে এসে বলেন, ‘‘আমাদের বাড়িতে আমাদের যে পুরোহিত আসেন, তাঁকে গোবিন্দ চোখ বন্ধ করে বিশ্বাস করেন। তিনি আসেন, পুজো করেন আর তাঁর পুজো করা মানেই দু’লক্ষ টাকা তাঁকে দক্ষিণা দিতে হয়। আমি ওকে অনেকবার বলেছি, এ সবের কোনও প্রয়োজন নেই। যত সব চোর লোক। এরা সব বোকা বানায় গোবিন্দকে। এভাবে টাকা নষ্ট কোরো না। ও আমাকে এক টাকা দেয় না, পুজোপাঠে ফালতু টাকা নষ্ট করে। আমার মনে হয়, নিজেই ঈশ্বরের পুজো করা সম্ভব। আমি তো তা-ই করি।’’

এর পর সমাজমাধ্যমে একটি ভিডিয়ো দিয়ে গোবিন্দ বলেন, ‘‘আমার আদরের স্ত্রী সুনীতা সম্প্রতি এক সাক্ষাৎকারে আমাদের কুলপুরোহিত মুকেশ শুক্লকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। আমি এর প্রতিবাদ জানাই। মুকেশ শুক্ল আমারই পরিবারের একজন। উনি আমার পরিবারের সঙ্গে বহু বছর ধরে যুক্ত। উত্তরপ্রদেশের অত্যন্ত জ্ঞানী পরিবারের মানুষ। বড্ড সরল উনি। অনেক উপকার পেয়েছি। আমি তাঁকে ভীষণভাবে শ্রদ্ধা করি। সুনীতার এই মন্তব্যকে সমর্থন করছি না।”

Advertisement
আরও পড়ুন