Hardik Pandya

‘ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে’, প্রেমিকা মাহিকাকে কটাক্ষ করা নিয়ে সুর চড়ালেন হার্দিক

মডেলের পরনে ছিল কালো রঙের চাপা মিনি-ড্রেস। কিন্তু সমাজমাধ্যমে মাহিকার সেই ছবি ঘিরে নানা রকমের কুমন্তব্য করা হয়। এমনকি, মডেলের অন্তর্বাস নিয়েও কটাক্ষ করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৪
মাহিকার পাশে হার্দিক।

মাহিকার পাশে হার্দিক। ছবি: সংগৃহীত।

প্রেমিকা মাহিকা শর্মার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে বলে অভিযোগ তুলে সুর চড়ালেন হার্দিক পাণ্ড্য। ছবিশিকারিদের উদ্দেশে দীর্ঘ বিবৃতিও প্রকাশ করলেন তিনি।

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠান থেকে বেরোনোর সময়ে মাহিকাকে ক্যামেরাবন্দি করেছিলেন ছবিশিকারিরা। মডেলের পরনে ছিল কালো রঙের চাপা মিনি-ড্রেস। কিন্তু সমাজমাধ্যমে মাহিকার সেই ছবি ঘিরে নানা রকমের কুমন্তব্য করা হয়। এমনকি, মডেলের অন্তর্বাস নিয়েও কটাক্ষ করা হয়। হার্দিকের দাবি, ক্যামেরা এমন ভাবে তাক করা হয়েছিল, যাতে ছবি খারাপ ওঠে। ক্রিকেটতারকা হার্দিক প্রথমেই লেখেন, বিনোদনজগতে থাকলে ব্যক্তিগত বলে সেই ভাবে কিছু থাকে না। সবই মানুষের প্রকাশ্যে চলে আসে। কিন্তু হার্দিক আপত্তি জানিয়ে লেখেন, “আমি এমন জীবন নিজেই বেছে নিয়েছি। কিন্তু আজ যা ঘটেছে, তা সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে।”

প্রেমিকার সম্পর্কে তিনি লিখেছেন, “বান্দ্রার এক রেস্তরাঁয় সিঁড়ি দিয়ে আসছিল মাহিকা। তখন ছবিশিকারিরা এমন একটা দিক থেকে ওর ছবি তোলে, যেই দিক থেকে কোনও মহিলারই ছবি তোলা উচিত নয়। একটা ব্যক্তিগত মুহূর্তকে খুবই কুরুচিকর ভাবে প্রকাশ করা হল।” মাহিকার এমন ছবি ছড়িয়ে পড়তে দেখে ক্ষুব্ধ হার্দিক। তাই হার্দিক লেখেন, “মহিলাদের শ্রদ্ধা করা উচিত। প্রত্যেকের জীবনে একটা গণ্ডি থাকে, যা পার করা উচিত নয়।”

ছবিশিকারিদের প্রতি শ্রদ্ধা রাখেন হার্দিক। প্রতিদিন তাঁদের কঠোর পরিশ্রমের কথাও জানেন। সেই সব মাথায় রেখেই হার্দিক লেখেন, “আমি আপনাদের সকলকে অনুরোধ করব, দয়া করে আর একটু ভেবে ছবি তুলুন। সব কিছুর ছবি তোলার তো প্রয়োজন নেই। দয়া করে একটু মানবিক হোন।”

Advertisement
আরও পড়ুন