Honey Singh

‘ওর বাচ্চার বাবা হতে চাই’, বাদশাহের মন্তব্যে যৌন ইঙ্গিত? বিতর্কে এ বার জড়াল হানি সিংহের নাম

বাদশাহের মন্তব্য নিয়ে তোলপাড় নেটপাড়া। এই মন্তব্য ডুয়া লিপার জন্য খুবই অপমানজনক বলে দাবি গায়িকার অনুরাগীদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৫:৩০
Honey Singh took a dig at Rapper Badshah on the controversy with Dua Lipa

ডুয়া লিপাকে নিয়ে বিতর্কে বাদশাহকে কটাক্ষ হানি সিংহের। ছবি: সংগৃহীত।

ব্রিটিশ তারকা ডুয়া লিপার সন্তানের বাবা হতে চান বাদশাহ! এই মন্তব্য করার পর থেকেই বিতর্কে র‌্যাপার। এ বার এই বিতর্কে জড়িয়ে গেল হানি সিংহের নাম। ব্যঙ্গ করেই বাদশাহকে একহাত নিয়েছেন হানি।

Advertisement

ঠিক কী নিয়ে সমস্যার সূত্রপাত? সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেল থেকে গায়িকা ডুয়া লিপার একটি ছবিতে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন বাদশাহ। সেই মন্তব্য দেখে এক ভক্ত বাদশাহকে জিজ্ঞেস করেন, “আপনি কি ডুয়া লিপার সঙ্গে গান তৈরি করতে চলেছেন?” এর পরেই বিতর্কিত উত্তর দিয়েছেন বাদশাহ। র‌্যাপার লিখেছেন, “আমি বরং ওর সন্তানের বাবা হতে চাই।”

বাদশাহের এই বিতর্ক নিয়ে তোলপাড় নেটপাড়া। এই মন্তব্য ডুয়া লিপার জন্য খুবই অপমানজনক বলে দাবি গায়িকার অনুরাগীদের। নেটাগরিকের একাংশের প্রশ্ন, “মহিলার সৌন্দর্যের প্রশংসা করতে গেলে কি শুধুই যৌনতার প্রসঙ্গ টানতে হয়?” র‌্যাপারের এই মন্তব্যকে খুবই কুরুচিকর ও সস্তা বলে কটাক্ষ করেছেন নেটাগরিকেরা।

এর উত্তর দিয়েছেন বাদশাহ। তিনি লিখেছেন, “আমার মনে হয়, একজন মহিলার প্রশংসা করার সেরা ধরন এটাই। মহিলাকে এতটাই পছন্দ যে নিজের সন্তানের মা হিসাবে তাঁকে দেখতে চাই। আমার মানসিকতায় সমস্যা নয়। আপনাদের সকলের মানসিকতা প্রকাশ্যে চলে এসেছে।”

বাদশাহের যুক্তি দেখে নতুন করে কটাক্ষ ধেয়ে আসে। এক নেটাগরিক লেখেন, “এ কী ধরনের প্রশংসা? নিজের ভুল ঢাকার ব্যর্থ চেষ্টা ছাড়া এটা কিছুই নয়। আপনি তো বলেছিলেন, ওঁর সঙ্গে বাচ্চা জন্ম দিতে চাই। এর অর্থ সকলেই জানে।”

বাদশাহের সাফাই শুনে চুপ থাকতে পারেননি হানি সিংহও। তিনি এক কথায় স্পষ্ট করে লেখেন, “অসাধারণ বুদ্ধি”। এর সঙ্গে হাসির ইমোজি দেন তিনি। উল্লেখ্য, বহু বছর ধরে সাপে-নেউলে সম্পর্ক বাদশাহ ও হানি সিংহের। র‌্যাপ গানের দল ‘মাফিয়া মুন্ডির’ থেকে দুই শিল্পীর সফর শুরু। বহু বার দুই শিল্পীর কোন্দলের চিত্র আলোচনায় উঠে এসেছে।

Advertisement
আরও পড়ুন