Priyanka Chopra's Remuneration

প্রিয়ঙ্কার জন্যই রাজামৌলীর ‘বারাণসী’ ছবির বাজেট বেড়ে ১৩০০ কোটি! অভিনেত্রী কত পারিশ্রমিক নিচ্ছেন?

ছবিতে অভিনেত্রীর পারিশ্রমিক নিয়ে দীর্ঘদিন নানা রকমের জল্পনা চলেছিল। শোনা গিয়েছিল, বেশ বড় অঙ্কের পারিশ্রমিক চেয়েছিলেন ‘দেশি গার্ল’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৬:২১
How much remuneration Priyanka Chopra is taking for Rajamouli film Varanasi

আকাশছোঁয়া পারিশ্রমিক প্রিয়ঙ্কার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এসএস রাজামৌলীর ছবি ‘বারাণসী’-তে অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া। এই ছবিতে অভিনেত্রীর পারিশ্রমিক নিয়ে অনেকদিন ধরে নানা রকমের জল্পনা চলেছিল। শোনা গিয়েছিল, বেশ বড় অঙ্কের পারিশ্রমিক চেয়েছিলেন ‘দেশি গার্ল’। তাঁর পারিশ্রমিকের জন্যই কি গোটা ছবির বাজেট প্রায় ১৩০০ কোটি টাকা ছুঁয়েছে? এ বার এই প্রশ্ন তুললেন কপিল শর্মা।

Advertisement

কৌতুকশিল্পীর অনুষ্ঠানে সম্প্রতি অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন প্রিয়ঙ্কা। অভিনেত্রী ছোটখাটো কিছু করতে চান না। যা করবেন, তা ‘লার্জার দ্যান লাইফ’ হবে। প্রিয়ঙ্কার সামনেই এমন মন্তব্য করেন কপিল। এর পরেই কৌতুকশিল্পী খোঁচা দিয়ে বলেন, “এখন তো উনি রাজামৌলীর সঙ্গে কাজ করছেন। আমরা সকলেই ওঁর ছবির বাজেট সম্পর্কে অবহিত। কিন্তু আমি শুনেছি, প্রিয়ঙ্কা এই ছবিতে রয়েছেন বলেই ছবির বাজেট বেড়ে হয়েছে ১৩০০ কোটি টাকা।”

টাকার অঙ্ক শুনে অবাক হন অনুষ্ঠানে উপস্থিত দর্শক। এই মন্তব্য শুনে হাসতে হাসতে প্রিয়ঙ্কাও সম্মতি জানান। তখন কপিল ফের প্রশ্ন করেন, “কিন্তু এই ১৩০০ কোটি টাকা কি শুধুই ছবি নির্মাণে খরচ হবে? না কি বারাণসীর মানুষকে চাকরিও দেওয়া হবে?” তার পর খানিক নিশ্চিত হয়েই তিনি প্রিয়ঙ্কাকে বলেন, “আমি কিন্তু শুনেছিলাম, ছবির বাজেট প্রথমে এতটা ছিল না। আপনি যোগ দেওয়ার পরেই তা বৃদ্ধি পেয়েছে।” প্রিয়ঙ্কা এই শুনে একটু থতমত খেয়ে যান।

উল্লেখ্য, বিভিন্ন জায়গায় শোনা গিয়েছে, এই ছবিতে অভিনয় করতে নাকি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়ঙ্কা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছিল। ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে।

Advertisement
আরও পড়ুন