Hrithik Roshan

হৃতিককে দেখতে ১.২ লাখ! মূল্য দিয়েও হতাশ দর্শক, অভিনেতাকে নিয়ে কিসের ক্ষোভ?

প্রায় ১.২ লাখ টাকা মূল্যের টিকিট। হৃতিকের জন্য প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করেও হতাশ অনুরাগীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৫:৫৪
হৃতিকের অনুষ্ঠানে হতাশ দর্শক।

হৃতিকের অনুষ্ঠানে হতাশ দর্শক। ছবি: সংগৃহীত।

সম্প্রতি আমেরিকার টেক্সাস শহরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান অভিনেতা হৃতিক রোশন। কথা ছিল সেখানে দর্শকদের সঙ্গে কথা বলবেন তিনি, কাটাবেন খানিকটা সময়। অভিনেতাকে কাছ থেকে দেখতে রীতিমতো মোটা টাকার টিকিট কাটেন দর্শকেরা। টিকিটের মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১.২ লক্ষ টাকা। পাশাপাশি ২ ঘণ্টার অপেক্ষা। তবু শেষ পর্যন্ত হতাশই হয়েছেন অনুরাগীরা।

Advertisement

সে দিনের ওই অনুষ্ঠানে উপস্থিত এক দর্শক সমাজমাধ্যমে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। যদিও তিনি দোষ দিয়েছেন উদ্যোক্তাদেরই। তবে অভিনেতা অনুরোধ সত্ত্বেও একটি ছবি তুলতে রাজি হননি বলে হতাশ তিনি। এমনকি সে দিন অভিনেতার মেজাজটাও খুব ভাল ছিল না, সেটাই জানিয়েছেন ওই দর্শক।

অনুষ্ঠানে উপস্থিত হৃতিকের এক অনুরাগী লেখেন, ‘‘হৃতিকের সঙ্গে দেখা করার জন্য মাথাপিছু ১৫০০ ডলার টিকিটের জন্য খরচ করেছি এবং আমি একটি ছবিও তুলতে পারিনি। তারকার সঙ্গে সাক্ষাতের জন্য লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে পরিনি। এত টাকা খরচ করার পরেও আমাদের ফিরিয়ে দিয়েছেন। আমরা ২ ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করেছি কি কেবল প্রত্যাখ্যানের জন্য?’’ ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘‘সে দিনে আবহওয়া এতটা ঠান্ডা ছিল যে বলার অপেক্ষা রাখে না। মাত্র ৩০ মিনিটের জন্য ওই অনুষ্ঠানে এসেছিলেন হৃত্বিক। ভিআইপি টিকিট নষ্ট হল আমার! এখন তারা আমাদের টাকাও ফেরত দেবে না! হৃতিককে ভালবাসি, কিন্তু অনুষ্ঠানটি এতটা বিশৃঙ্খল ছিল যে তিনি নিজেও যথেষ্ট বিরক্ত হয়েছেন।’’

দর্শকদের সামনে মঞ্চে হৃতিক।

দর্শকদের সামনে মঞ্চে হৃতিক। ছবি: সংগৃহীত

এখানেই শেষ নয়, অনুষ্ঠানে আগত খুদে দর্শকদের মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ। এই ঘটনার পর হৃতিক কিংবা তাঁর সহযোগী দলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

Advertisement
আরও পড়ুন