Ileana's Second Baby

সবে জীবন স্বাভাবিক হচ্ছে তখনই আবার! দ্বিতীয় বার কি মা হতে চাননি ইলিয়ানা? কী বললেন?

মাত্র বছর দুয়েকের বিরতি। ফের মা হয়েছেন ইলিয়ানা। পরপর সন্তান নেওয়ার পরিকল্পনা কি তাঁরই?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৪
দুই সন্তানকে সামলাতে গিয়ে হিমশিম দশা ইলিয়ানা ডি’ক্রুজ়ের?

দুই সন্তানকে সামলাতে গিয়ে হিমশিম দশা ইলিয়ানা ডি’ক্রুজ়ের? ছবি: ফেসবুক।

মাঝে মাত্র বছর দুয়েকের ফারাক। ২০২৩-এর পর ২০২৫-এ আবার সন্তানের মা ইলিয়ানা ডি’ক্রুজ! যেখানে তাঁর পেশাজীবনের শুরু সেই মুম্বই ছেড়ে চলে গিয়েছেন। গত বছর তাঁর দুটো ছবি মুক্তি পেয়েছে। কিন্তু ভাল ফল করেনি। অভিনয় কি ছেড়েই দিলেন তিনি?

Advertisement

বলিউডে এমনই যখন জল্পনা, তখনই সকলের সব প্রশ্নের উত্তর নিয়ে প্রকাশ্যে ইলিয়ানা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তাঁর দ্বিতীয় মাতৃত্ব নিয়ে কথা বলেছেন তিনি। সেখানেই জানিয়েছেন, দ্বিতীয় মাতৃত্ব সত্যিই কঠিন ছিল তাঁর কাছে। অভিনেত্রীর কথায়, “যখন সব ঠিক হচ্ছে, আগের মতো স্বাভাবিক হচ্ছে, তখনই জানতে পারছেন, আপনি দ্বিতীয় বার মা হতে চলেছেন! বিষয়টি সত্যিই মনের উপরে চাপ সৃষ্টি করে।”

তাঁর সাফ দাবি, প্রথম মাতৃত্বের প্রাথমিক ধাক্কা সামলাতে বেশ সময় লাগে। যদিও প্রথম বার ‘মা’ হওয়ার অনুভূতি বর্ণনা করা যায় না। আনন্দ, ভয়, উদ্বেগ, উত্তেজনা— মিলেমিশে একাকার। সেই অনুভূতি সামলে সন্তানের জন্ম দেওয়া, তাকে আগলে রাখার ধকল রয়েছে। সেই পর্ব মিটিয়ে যখন আপনি ছন্দে ফেরার চেষ্টা করছেন তখনই শরীর জানান দিচ্ছেন, দ্বিতীয় বারের প্রস্তুতি নেওয়ার সময় এসে গিয়েছে!

ইলিয়ানা তাই মুম্বই থেকে দূরে। স্বামী মাইকেল ডোলান এবং দুই সন্তানকে নিয়ে নিভৃতাবাসে। কথায় কথায় জানিয়েছেন। চেনা শহর, বন্ধুদের অভাব প্রতি পদে অনুভব করছেন। “মন খুলে কথা বলার লোক নেই”, বলেছেন অভিনেত্রী। অতীত তাঁর সামনে এসে দাঁড়াচ্ছে বার বার। অভিনয় থেকে দূরত্ব মনখারাপ বাড়িয়ে দিচ্ছে তাঁর। প্রতি পদে মনে হচ্ছে, সন্তান একা মানুষ করা সম্ভব নয়। অনেকের উপস্থিতি এখানে প্রয়োজন। তবে অভিনয়ে ফেরা নিয়ে কিছু বলেননি ইলিয়ানা। আপাতত তিনি দুই সন্তান নিয়েই ব্যস্ত।

Advertisement
আরও পড়ুন