Sunjay Kapur asset

৩০ হাজার কোটির বেশির ভাগটাই দখল করতে চান! এ বার সঞ্জয়ের চেয়ারে বসছেন প্রিয়া সচদেব?

এই সম্মেলনে প্রিয়ার উপস্থিতি দেখে মনে করা হচ্ছে, সঞ্জয়ের অবর্তমানে তাঁর কাজ ও সম্পত্তির যাবতীয় দায়িত্ব নিচ্ছেন প্রিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৭
সঞ্জয়ের স্ত্রী  প্রিয়ার বড় পদক্ষেপ।

সঞ্জয়ের স্ত্রী প্রিয়ার বড় পদক্ষেপ। ছবি: সংগৃহীত।

সঞ্জয় কপূরের তৃতীয় স্ত্রী নাকি সম্পত্তির দলিল জাল করেছেন। অভিযোগ করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ানের। এই বিতর্কের মধ্যেই এ বার বড় পদক্ষেপ করলেন প্রিয়া সচদেব তথা প্রিয়া কপূর।

Advertisement

সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে গত কয়েক দিন ধরেই চলছে তরজা। এই সম্পত্তির কে কত ভাগ পাবেন, তা নিয়ে চলছে আইনি লড়াই। ‘সোনা কমস্টার’ সংস্থার কর্ণধার ছিলেন সঞ্জয়। এ বার সেই সংস্থারই অংশ ‘এআইপিএল’-এর ডিরেক্টর হিসেবে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিয়া। নয়াদিল্লিতে বাণিজ্য সংক্রান্ত এই জমায়েত হয়েছিল বৃহস্পতিবার। বিশেষ অতিথি হিসেবে তিনি সেই জমায়েতে উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।

এই সম্মেলনে প্রিয়ার উপস্থিতি দেখে মনে করা হচ্ছে, সঞ্জয়ের অবর্তমানে তাঁর কাজ ও সম্পত্তির যাবতীয় দায়িত্ব নিচ্ছেন প্রিয়া। তবে এতে সিঁদুরে মেঘ দেখছেন সঞ্জয়ের সম্পত্তির অন্য ভাগীদারেরা।

৩০ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে নাকি করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ানকে দেওয়া হয়েছে ১৯০০ কোটি টাকা। এর পরেই সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেবের আইনজীবী প্রশ্ন তুলেছিলেন, ‘ওদের আর কত চাই?’ পাল্টা দিয়েছেন করিশ্মার আইনজীবী।

করিশ্মার আইনজীবী মহেশ জেঠমালানির বক্তব্য, কোনও রকমের আর্থিক বোঝাপড়া হয়নি। ৩০ হাজার কোটির মধ্যে মাত্র ১৯০০ কোটি টাকার সম্পত্তি কিয়ান ও সামাইরাকে দেওয়া মোটেই যুক্তিযুক্ত নয়। প্রিয়া সচদেব নাকি সম্পত্তির দলিল প্রকাশ্যে আনছেন না বলেও দাবি করেছেন তিনি।

সঞ্জয় কপূরের মাও দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁরও দাবি, প্রিয়া সচদেব সমস্ত সম্পত্তি দখল করতে চাইছেন।

Advertisement
আরও পড়ুন