প্রিয়াঙ্কা সরকার কি সহজের জন্মদিন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পালন করলেন? ছবি: ফেসবুক।
যত বার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছে, তত বার তিনি বলেছেন, “আমরা এক”। অভিনেতা দম্পতির একমাত্র সন্তান সহজের জন্মদিন ছিল সদ্য। সেই ছবি প্রকাশ্যে। ছেলের জন্মদিনেও যে একফ্রেমে ধরা দিলেন না তাঁরা! কেন?
তা হলে কি তাঁরা আলাদা ভাবে ছেলের জন্মদিন পালন করলেন?
প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। রাহুলের সাফ জবাব, “আমরা যে এক সেটা বোঝাতে কি এ বার একসঙ্গে ছবি তুলে প্রমাণ দিতে হবে? কেন দেব? কিসের দায় আমার?” বড় শ্বাস নিয়ে রাহুলের যুক্তি, সহজ আর প্রিয়াঙ্কার সব ছবি, জন্মদিনের উদ্যাপনের ছবি— সব তিনি তুলে দিয়েছেন। তাই ক্যামেরার সামনে আসার সময় পাননি। কিন্তু ছবি যে বলছে অন্য কথা! তিনিও সহজের সঙ্গে ছবি তুলেছেন। সেখানে নেই প্রিয়াঙ্কা। রাহুলের যুক্তি অনুযায়ী, সেই ছবি কি তা হলে অভিনেত্রী স্ত্রী তুলে দিয়েছেন? এই জবাব অবশ্য মেলেনি।
তবে সহজের জন্মদিন তাঁরা বড় করে উদ্যাপন করেছেন, সে কথা জানিয়েছেন রাহুল। বলেছেন, “সহজের একদম ছেলেবেলার বন্ধু, এখনকার বন্ধু— সবাই এসেছিল। প্রিয়াঙ্কা অনেক ইনডোর গেমসের আয়োজন করেছিল। বন্ধুরা একসঙ্গে হওয়া মানেই হুল্লোড়। দেখতে দেখতে ছেলেবেলায় পৌঁছে গিয়েছিলাম।” ছেলের বন্ধুদের জন্য অভিনেতা দম্পতি রকমারি পিৎজ়া, বার্গার-সহ নানা খাবারের আয়োজন করেছিলেন। “আমাদের মেনু আলাদা। আমার পরিবার, প্রিয়াঙ্কার পরিবারের জন্য ছিল পোলাও, মাংস, পায়েস। আমাদের থেকে সহজ কেবল পায়েসে ভাগ বসিয়েছে।”
ছেলের জন্মদিনে প্রিয়াঙ্কা আর রাহুল। ছবি: ফেসবুক।
২০২৫ ভালই কেটেছে তাঁর, এ কথাও জানাতে ভোলেননি রাহুল। বছরের শুরুতে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, বছরের শেষে ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর মতো সফল ছবি তাঁর ঝুলিতে। এ ছাড়া, ‘এরাও মানুষ’-সহ একাধিক ছবির শুটিং চলছে তাঁর। “ডাক পেলে ছোটপর্দাতেও ফিরব”, সাফ বললেন অভিনেতা।