Jacqueline-Sukesh

জ্যাকলিনের জন্য ৮,৩০০ কোটি খরচ করতে চলেছেন সুকেশ, এ বার বরফ গলবে! মন পাবেন ‘প্রেমিকা’র?

একের পর এক উপহারের ঘোষণা করেই চলেছেন ‘কনম্যান’! এ বার তাঁর উপহারের আর্থিক মূল্য নাকি আরও বেশি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৩:৩৮
জ্যাকলিন ফার্নান্ডেজ কি সুকেশ চন্দ্রশেখরের পুরস্কার নেবেন?

জ্যাকলিন ফার্নান্ডেজ কি সুকেশ চন্দ্রশেখরের পুরস্কার নেবেন? ছবি: ফেসবুক।

একের পর এক উপহার দিয়েই চলেছেন তিনি। তার পরেও সাড়া দিচ্ছেন না ‘প্রেমিকা’ জ্যাকলিন ফার্নান্ডেজ়। কিন্তু, সুকেশ চন্দ্রশেখরকে দমাবে কে? খবর, সংশোধনাগারে বসেই এ বার নাকি তিনি ৮,৩০০ কোটি টাকার উপহার দিতে চলেছেন অভিনেত্রীকে!

Advertisement

কখনও পারস্যের বিড়াল, কখনও বহুমূল্য ঘোড়া। কখনও আঙুর ক্ষেত, আবার কখনও প্রমোদতরী। জ্যাকলিনের জন্য অকাতরে অর্থ ব্যয় করে গিয়েছেন। অভিনেত্রীর তরফে যদিও কোনও সাড়া মেলেনি। উল্টে আদালতে সুকেশের বিরুদ্ধে তাঁকে অকারণ উত্যক্ত করার অভিযোগ জানিয়েছিলেন জ্যাকলিন। এ-ও দাবি করেছিলেন, অভিনেত্রী সুকেশের দেওয়া কোনও উপহার গ্রহণ করেননি।

২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ কিন্তু দমেননি। এখন তিনি জ্যাকলিনকে নাকি নতুন উপহার দেওয়ার ব্যবস্থা করছেন। শোনা যাচ্ছে, স‌ংশোধনাগারে বসেই চিঠি লিখেছেন আইপিএলের ক্রিকেটদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানাপ্রাপ্ত সংস্থাকে। তিনি ৮,৩০০ কোটির বিনিময়ে ওই দলকে কিনে নিতে চান। সবটাই নাকি করছেন ‘প্রেমিকা’ জ্যাকলিনের জন্য। বেঙ্গালুরুর দলকে তিনি নিজের ‘ঘরের দল’ বলেও উল্লেখ করেন। খবর ছড়াতেই নতুন করে আলোচনায় সুকেশ-জ্যাকলিনের সম্পর্ক। অনেকেই দাবি করছেন, সুকেশের এখনও পর্যন্ত দেওয়া সব উপহারের মধ্যে এটিই নাকি সেরা হতে চলেছে।

Advertisement
আরও পড়ুন