দিশার চর্চিত এই প্রেমিক তলবিন্দর কী করেন? ছবি: সংগৃহীত।
ভালবাসা কি লুকিয়ে রাখা যায়? তবু একাধিক বলি তারকা সেই চেষ্টা করে থাকেন। যেমন, দিশা পটানী ও টাইগার শ্রফ। তাঁদের প্রেমের কথা ঘোষণাও করেননি, প্রেম ভাঙা নিয়েও কোনও মন্তব্য করেননি তাঁরা। এ বার দিশার জীবনে নতুন প্রেমিক। অভিনেতা নয়, গায়কের প্রেমে পড়লেন দিশা। নাম তলবিন্দর। যদিও অভিনেত্রীর প্রেমিক সর্বক্ষণই মুখ ঢেকে থাকেন।
সম্প্রতি কৃতি সেননের বোন নূপুর সেননের বিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন দিশা। সেই বিয়েতেই দিশাকে দেখা গিয়েছিল এক যুবকের বাহুলগ্না হয়ে। হুডিতে মুখ ঢাকা সেই পুরুষ এক মুহূর্তের জন্যও দিশাকে কাছছাড়া করেননি। শোনা যাচ্ছে, দিশার থেকে বয়সে চার বছরের ছোট এই তলবিন্দর। পাঞ্জাবি গান গেয়েই বিখ্যাত তিনি। কিন্তু মুখ দেখান না তিনি, সব সময়ে মুখোশের আড়ালে থাকেন তলবিন্দর।
গান গাওয়া ছাড়াও সুর করেন, নিজে গান বানান। মাত্র চার বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন। ১৪ বছর বয়সে চলে যান সান ফ্রান্সিসকোতে। তলবিন্দর ছোট থেকে সঙ্গীতের পরিবেশে বড় হয়ে উঠেছেন। তাঁর বেড়ে ওঠার পিছনে দাদুর প্রভাব যথেষ্ট। কারণ দাদুই খ্যাতনামী সব শিল্পীর গানের সঙ্গে পরিচয় ঘটান তাঁর। কানাডায় বেশ জনপ্রিয় তিনি। তবে মঞ্চে যখন অনুষ্ঠান করেন, সেই সময়ে রাক্ষুসে মুখোশেই মুখ ঢেকে রাখেন।
যদিও এমন করার নেপথ্যের কারণও জানিয়েছেন। গায়ক জানান, তিনি একেবারে সাধারণ মানুষের জীবন বাঁচতে চান। যেখানে রাস্তায় বেরিয়ে ফুচকা খেতে পারবেন, বন্ধুদের সঙ্গে ঘুরতে পারবেন। তারকা হয়ে সেই স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন হোক, সেটা চান না। তাই মুখোশের আড়ালে থাকেন।