NALCO Recruitment 2026

ম্যানেজার পদে দক্ষ কর্মী চাই, আবেদনের জন্য ইঞ্জিনিয়ারদের সুযোগ দেবে ন্যালকো

ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড-এর অধীনে ম্যানেজার পদে কাজের সুযোগ রয়েছে। ওই পদে কারা আবেদন করতে পারবেন, কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে— তার বিশদ তথ্য দেওয়া হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৫:২৮
ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড।

ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ। ওই সংস্থায় কাজের জন্য ইঞ্জিনিয়ারদের বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের কোনও সরকারি সংস্থায় এগ্‌‌‌‌জ়িকিউটিভ হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের প্রশিক্ষণ দেবে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (ন্যালকো)।

Advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, উল্লিখিত পদে সিভিল, আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা কাজের সুযোগ পাবেন।

এ ক্ষেত্রে প্রার্থীদের শক্তি উৎপাদন কিংবা সমতুল ক্ষেত্রে অন্তত আট বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্তদের বেতনকাঠামো ৭০,০০০ থেকে ২,০০,০০০ টাকা হতে চলেছে। তাঁদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে।

আগ্রহীদের ১,০০০ টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, পরিচয়পত্র-সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথি এবং একটি ছবি জমা দেওয়া প্রয়োজন। আবেদনের শেষ দিন ২ ফেব্রুয়ারি।

Advertisement
আরও পড়ুন