Janhvi Kapoor

রাজনীতিতে যোগ দিতে চান! অভিনয়ে বার বার কটাক্ষের শিকার হয়েই কি এমন পরিকল্পনা জাহ্নবীর?

এখনও অভিনয় দক্ষতায় দর্শককে মুগ্ধ করতে পারেননি। এর মধ্যেই কি রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন জাহ্নবী কপূর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৩:৪৮
Janhvi Kapoor

জাহ্নবী কি এ বার রাজনীতিতে? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী হিসাবে মাত্র সাত বছর কাটিয়েছেন। এখনও অভিনয় দক্ষতায় দর্শককে মুগ্ধ করতে পারেননি। এর মধ্যেই কি রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন জাহ্নবী কপূর? তেমনই ইঙ্গিত দিলেন অভিনেত্রী নিজেই।

Advertisement

২০১৮ সালে ‘ধড়ক’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু। বলিউড ও দক্ষিণী বিনোদন জগতে ইতিমধ্যেই তিনি পরিচিত মুখ। এ বার কান চলচ্চিত্র উৎসবে তাঁর সফর শুরু হল। সাজ ও পোশাকে নজর কেড়েছেন জাহ্নবী। তবে কান-এ গিয়েছিলেন নীরজ ঘেয়ানের ছবি ‘হোমবাউন্ড’-এর প্রদর্শনে। ছবিতে নাকি জাহ্নবীর অভিনয় মুগ্ধ করবে দর্শককে, দাবি করেছেন পরিচালক। এ বার পরিচালকের ভূয়সী প্রশংসা করতে করতে রাজনীতির কথাও বললেন জাহ্নবী।

জাহ্নবী এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি নিজের কিছু বিষয় আজকাল খুব ভাবছি। মানুষ হিসেবে তিনি (নীরজ) আমাকে আরও কৌতূহলী করে তুলেছেন। আমি নিজে আজ কোথা থেকে কোথায় এসেছি এবং আমি কোন পরিবেশ ও সমাজে রয়েছি, এই বিষয়গুলো বুঝতে আরও উৎসাহ দিয়েছেন তিনি।”

‘হোমবাউন্ড’ ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম সুধা। সেই চরিত্র হয়ে উঠতেও সাহায্য করেছেন পরিচালক। অভিনেত্রীর কথায়, “আমাকে এত গভীরে গিয়ে ভাবতে উৎসাহ দেওয়ার জন্য ওঁর কাছে আমি ঋণী হয়ে থাকব। চলচ্চিত্র, ইতিহাস ও রাজনীতি নিয়ে আমি সব সময়েই কৌতূহলী। এ ছাড়া, তিনি যে ভাবে মানুষকে সম্মান করেন এবং সবার সঙ্গে ওঁর আচরণ আমাকে অনুপ্রাণিত করেছে। ওঁর সঙ্গে কাজ করা সত্যিই বিরাট প্রাপ্তি একজন অভিনেতার কাছে।”

ছবির সেটে প্রযোজনা সংস্থার প্রত্যের কলাকুশলীর সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেন নীরজ। শুটিংয়ের কলাকুশলীদের প্রত্যেকের নাম মনে রাখেন তিনি। এমন পরিচালকের সঙ্গে কাজ করে মানুষ হিসেবে তাঁর নতুন জীবনবোধ তৈরি হয়েছে বলেও জানিয়েছেন জাহ্নবী।

Advertisement
আরও পড়ুন