AR Rahman communalism controversy

‘আগের মতো আর নেই’, রহমানের ‘ধর্মীয় বিভাজন’ বিতর্কে সম্মতি জাভেদ জাফরীর! কী বললেন তিনি?

কটাক্ষের মুখে রহমান। বলিউডের অনেকেই এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। এ বার মুখ খুললেন জাভেদ জাফরী। তিনি সুরকারের সঙ্গে সহমত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৭:০৬
রহমানের পাশে জাভেদ!

রহমানের পাশে জাভেদ! ছবি: সংগৃহীত।

গত আট বছরে হিন্দি চলচ্চিত্র জগতে বহু পরিবর্তন এসেছে। তাই এই গত আট বছরে বহু কাজ হাতছাড়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন এআর রহমান। তার পর থেকেই কটাক্ষের মুখে তিনি। বলিউডের অনেকেই এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। এ বার মুখ খুললেন জাভেদ জাফরী। তিনি সুরকারের সঙ্গে সহমত।

Advertisement

জাভেদের মতে, সত্যিই নানা বদল এসেছে। তবে তা শুধুই চলচ্চিত্রজগতেই নয়, সর্বত্র। তাঁর কথায়, “সারা বিশ্বে যেমন পরিবর্তন এসেছে, এই ইন্ডাস্ট্রিতেও তেমনই বদল এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে। বিশ্বের পরিবর্তন হচ্ছে। ফ্যাশন ও খাওয়াদাওয়ার ধরনে পরিবর্তন আসছে। মানুষের মূল্যবোধ বদলাচ্ছে। নতুন প্রজন্মের ধৈর্যক্ষমতাও কমছে। তারা কোনও কিছুতে মাত্র ৬ সেকেন্ড মনোযোগ দিতে পারে।” নতুন প্রজন্মের অস্থির মনভাবের কথা মাথায় রেখেই ‘কনটেন্ট’ তৈরি হচ্ছে বিভিন্ন চ্যানেলে, মত জাভেদের।

অন্য দিকে লেখক মনোজ মুনতাশির আবার জানিয়েছেন, ধর্মীয় বিভাজন কোনও ভাবেই কোনও প্রভাব ফেলতে পারেনি বিনোদনজগতে। তাই এখনও বলিউডের তিন ‘সুপারস্টার’ শাহরুখ খান, সলমন খান ও আমির খান। তাঁর কথায়, “লেখকদের মধ্যেও রয়েছেন জাভেদ আখতার, সাহির লুধিয়ানভি ও মজরু সুলতানপুরি। এই দেশেই এক সময়ে ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মহম্মদ আজ়হারউদ্দিন। তাই আমি কোনও ভেদাভেদ দেখতে পাই না এই ইন্ডাস্ট্রিতে।”

উল্লেখ্য, ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্য প্রসঙ্গে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন এআর রহমান। তাঁর বক্তব্য, তিনি সঙ্গীতের মাধ্যমে সবসময়ে ভারতের সংস্ক়ৃতিকে শ্রদ্ধা জানাতেই চেয়েছেন। তিনি নিজেও ভারতবাসী হিসাবে গর্বিত এবং ভারতীয় বলেই বিপুল স্বাধীনতার মধ্যে তিনি কাজ করতে পারেন। যদিও অনেকের দাবি, চাপে পড়েই এই ব্যাখ্যা দিয়েছেন সুরস্রষ্টা।

Advertisement
আরও পড়ুন