Sara Sengupta

সলমন নাকি সুযোগ করে দিচ্ছেন বলিউডে যিশুর মেয়েকে! আসল খবর প্রকাশ্যে আনলেন সারা

বাবা-মায়ের বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই খবর, সলমনই নাকি ত্রাতা হবেন যিশু-কন্যার। অবশেষে নীরবতা ভাঙলেন সারা সেনগুপ্ত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৫:৪১
সলমনের ছত্রছায়ায় বলিউডে অভিষেক! মুখ খুললেন সারা সেনগুপ্ত।

সলমনের ছত্রছায়ায় বলিউডে অভিষেক! মুখ খুললেন সারা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

অভিনয়ে হাতেখড়ি তাঁর হয়েছে ‘উমা’ ছবির মাধ্যমে। সেই সময় যিশু-কন্যা সারা সেনগুপ্ত অনেকটাই ছোট। এখন তিনি যুবতী। বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য হেঁটেছেন মার্জার সরণিতে। পড়াশোনার পাশপাশি মডেলিং করেছেন সারা। এর মধ্যেই গুঞ্জন, খুব শীঘ্রই নাকি বলিউডে পা রাখতে চলেছেন তিনি। এই গোটা প্রক্রিয়ায় তাঁর পথপ্রর্দশক হবেন স্বয়ং সলমন খান। এ বার সত্যিটা প্রকাশ্যে আনলেন সারা নিজেই।

Advertisement

সদ্য ১৯-এ পা দিয়েছেন সারা। যদিও এর মাঝে সেনগুপ্ত পরিবারে ঝড়। বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন সারার বাবা-মা। আইনি পথে নাকি বিচ্ছেদ হতে চলেছে যিশু-নীলাঞ্জনার। বাড়ি ছেড়ে দিদির সঙ্গে থাকছেন যিশু। এ দিকে দুই মেয়েকে নিয়ে সংসার গোচ্ছাছেন নীলাঞ্জনা। এ সবের মাঝেই সারার বলিউডে অভিষেকের খবর। যদিও এই গুঞ্জন একেবারে নস্যাৎ করে দিয়েছেন সারা। তিনি নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘‘কিছু খবর চোখে পড়েছে সম্প্রতি। তাই কয়েকটা জিনিস স্পষ্ট করতে এলাম। দেখলাম বলা হচ্ছে যে, আমি নাকি বলিউডে পা রাখতে চলেছি। যদিও ভবিষ্যতে আমার অভিনয়ের পরিকল্পনা রয়েছে, তবে বর্তমানে আমি চাই মডেলিংটাই মন দিয়ে করতে। আশা করি, কোনও দিন এটাই সত্যি হবে।’’

Advertisement
আরও পড়ুন