Kangana Ranaut

‘নারী-পুরুষ সমান নয়, লিঙ্গসাম্যের জন্যই মূর্খ তৈরি হচ্ছে সমাজে’, কেন হঠাৎ বিস্ফোরক কঙ্গনা?

তিনি রাজনীতি সে ভাবে উপভোগ করছেন না, এই মন্তব্য নিয়ে বিতর্কও শুরু হয়েছে পদ্মশিবিরে। এ বার লিঙ্গসাম্য নিয়ে মন্তব্য করতেই শুরু হল নতুন বিতর্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৯:১৪
লিঙ্গসাম্য নিয়ে বিস্ফোরক কঙ্গনা রনৌত।

লিঙ্গসাম্য নিয়ে বিস্ফোরক কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত।

লিঙ্গসাম্যে বিশ্বাস করেন না কঙ্গনা রনৌত। তাঁর মতে, সবাই সমান হতে পারেন না। সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। এ-ও জানিয়েছেন, তিনি রাজনীতি সে ভাবে উপভোগ করছেন না। এই মন্তব্য নিয়ে বিতর্কও শুরু হয়েছে পদ্মশিবিরে। এ বার লিঙ্গসাম্য নিয়ে মন্তব্য করতেই শুরু হল বিতর্ক।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে সমতা নিয়ে মতামত জানতে চাওয়া হয় কঙ্গনার কাছে। উত্তরে অভিনেত্রী তথা সাংসদ বলেন, “আমাকে বিতর্কিত বিষয় নিয়ে কথা বলানো হচ্ছে। আমার মনে হয়, এই পৃথিবীর মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, আমরা সবাই সমান। তাই এই সমাজে আমরা বোকাদের প্রজন্ম তৈরি করছি।”

কঙ্গনা তাঁর বক্তব্যের পক্ষে যুক্তি সাজাতে কিছু উদাহরণ দিতে থাকেন। তিনি বলেন, “আমি তো আমার মায়ের সমান নই। আমি অম্বানীজির সমানও নই। আবার তিনি আমার সমান নন। আমার কাছে চারটি জাতীয় পুরস্কার রয়েছে। সকলে ভিন্ন প্রকৃতির। প্রত্যেকের থেকেই আমরা কিছু শিখতে পারি।”

কঙ্গনা আরও বলেন, “একজন শ্রমিকের পাশে বসে বুঝতে পারি, আমার চেয়ে হাজার গুণ বেশি ধৈর্য রয়েছে সেই মানুষটির। তিনি আর আমি এক নই। একটি শিশু আর একজন মহিলা সমান নয়। একজন মহিলা ও একজন পুরুষ আবার সমান নয়। আবার একজন পুরুষ ও একজন প্রবীণ ব্যক্তি সমান নয়। আমাদের প্রত্যেকের ভিন্ন ভূমিকা রয়েছে। আমরা সকলে আলাদা।”

সবাই নিজেদের সমান ভাবার জন্যই নাকি একটি বোকাদের প্রজন্ম তৈরি হচ্ছে, মনে করেন সাংসদ-অভিনেত্রী। শুধু তা-ই নয়। এই প্রজন্ম মনে করে, জন্মের পর থেকেই এরা সব জানে। কঙ্গনা মনে করেন। তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ২৫ বছরের অভিজ্ঞতা থাকে। কিন্তু তা-ও এদের তরফ থেকে কোনও প্রশংসা আসে না। এই বোকাদের প্রজন্ম নিজেদের প্রচারও চায় না, কারণ এরা আর কাজও চায় না।”

Advertisement
আরও পড়ুন