Kangana Ranaut

‘শুধু অমিতাভজির স্ত্রী বলে...’, জয়াকে ‘মারকুটে মোরগ’-এর সঙ্গে কেন তুলনা করলেন কঙ্গনা রনৌত?

ক্যামেরা নিয়ে নিজস্বী তুলতে গেলেই ঝাঁঝিয়ে কথা বলেছেন তিনি। কিন্তু এ বার এক দলীয় কর্মীর উপরেই রেগে আগুন তিনি। এমনকি, সেই ব্যক্তিকে ধাক্কা পর্যন্ত দেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ২০:৩১
জয়া বচ্চনকে কটাক্ষ কঙ্গনার।

জয়া বচ্চনকে কটাক্ষ কঙ্গনার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ক্যামেরার সামনে দাঁড়িয়ে মনে রাখার মতো অভিনয় করেছেন জয়া বচ্চন। কিন্তু ছবি তোলার জন্য কেউ সামনে ক্যামেরা ধরলেই মেজাজ হারান বর্ষীয়ান অভিনেত্রী। এ জন্য একাধিক বার ছবিশিকারিরা বকুনি খেয়েছেন জয়ার কাছে। ক্যামেরা নিয়ে নিজস্বী তুলতে গেলেই ঝাঁঝিয়ে কথা বলেন তিনি। কিন্তু এ বার এক দলীয় কর্মীর উপরেই রেগে আগুন তিনি। এমনকি, সেই ব্যক্তিকে ধাক্কা পর্যন্ত দিয়ে দেন তিনি। ভিডিয়োটি ভাইরাল সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে জয়া বচ্চনকে ‘মারকুটে মোরগ’ বলে খোঁচা দিলেন কঙ্গনা রনৌত।

Advertisement

এই মুহূর্তে বাদল অধিবেশন চলছে সংসদে। সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন তাই এ মুহূর্তে দিল্লিতে। সেখানেই এক দলীয় কর্মীর উপর চিৎকার করে ওঠেন তিনি। দেন সজোরে ধাক্কা। এমনকি, ধাক্কার জেরে পা টলে যায় সেই কর্মীর। এই দিন জয়ার পরনে ছিল হালকা লাল রঙের শাড়ি ও ব্লাউজ়। আর মাথায় একই রঙের সমাজবাদী পার্টির টুপি। এই দেখে কঙ্গনা কটাক্ষ করতে ছাড়েননি।

সেই ভিডিয়োর প্রতিচ্ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে কঙ্গনা লেখেন, “এই হল সবচেয়ে বিকৃত ও সুবিধাপ্রাপ্ত মহিলা। মানুষ ওঁর বোকা বোকা বদমেজাজ সহ্য করেন, শুধুমাত্র ইনি অমিতাভ বচ্চনজির স্ত্রী বলে। ওঁর মাথার এই টুপি দেখতে লাগছে মোরগের ঝুঁটির মতো। আর ঝগড়া করার সময়ে ওকে দেখতে লাগছে মারকুটে মোরগের মতো। কী অপমানজনক এবং লজ্জাজনক!” কঙ্গনার এই মন্তব্যও ছড়িয়ে পড়ে মুহূর্তে। অনেকেই তাঁর সঙ্গে সহমত হয়েছেন।

Advertisement
আরও পড়ুন