Karan Johar Weight Loss

শীর্ণ চেহারা, ক্রমশ কমছে ওজন, শরীরে কোন রোগ পুষছেন কর্ণ! এ বার সত্য জানালেন পরিচালক

অনেকেই ভাবছেন কর্ণের শরীরে এমন কোনও রোগ বাসা বেঁধেছে যার কথা স্বীকার করছেন না পরিচালক। এ বার সবার সব কৌতহূল মিটিয়ে নিজের ওজন কমার আসল কারণ জানালেন কর্ণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৩:৪৫
কর্ণের ওজন কমার পিছনে কারণ কী?

কর্ণের ওজন কমার পিছনে কারণ কী? ছবি: সংগৃহীত।

মাস কয়েক ধরেই কর্ণ জোহরকে নিয়ে চর্চা। কারণ তাঁর চেহারা। হঠাৎই কর্ণের ওজন বেশ কয়েক কেজি। তা নিয়ে সাধারণ মানুষের মাথাব্যথার শেষ নেই! এরই মধ্যে জানা গিয়েছে, এক ধাক্কায় প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন একদা স্থূলকায় এই পরিচালক। কর্ণের সাম্প্রতিক ছবি দেখে কেউ কেউ শিউরে উঠছেন। পরিচালকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরাও। প্রথমে অনেকেই অনুমান করেছিলেন, ওজন কমানোর ওষুধ খাচ্ছেন কর্ণ। যদিও তা অস্বীকার করেন খোদ পরিচালক।

Advertisement

অনেকেই আবার ভাবছেন কর্ণের শরীরে এমন কোনও রোগ বাসা বেঁধেছে, যার কথা স্বীকার করছেন না তিনি। এ বার সবার সব কৌতহূল মিটিয়ে নিজের ওজন কমার কারণ জানালেন কর্ণ।

সমাজমাধ্যমে যে গত কয়েক দিনে তাঁকে নিয়ে ফিসফাস চলছে, তা জানেন কর্ণ। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এসে কর্ণ বলেন, ‘‘লোকে তো আমাকে প্রায় মেরেই ফেলেছিল! আমি সকলতে বলতে চাই আমি একেবারে সুস্থ। আমার শরীরের এমন কোনও মারাত্মক রোগ বাসা বাঁধেনি। আমি ওজন কমিয়ে খুব খুশি, ভাল আছি। নিজেকে খুব হালকা মনে হচ্ছে আজকাল।’’ জানা গিয়েছে পরিচালক নাকি ‘ওম্যাড’ (ওয়ান মিল আ ডে) ডায়েট করেন। যেখানে দিনে একবেলা খাবার খান তিনি। তা-ও নিরামিষ। দুগ্ধজাত খাবার ও চিনি নাকি পুরোপুরি ছেড়েছেন কর্ণ। পরিচালক জানিয়েছেন ওজন কমার ফলে জীবন অনেক পরিবর্তন লক্ষ্য করছেন। আর ওজন কমানোর প্রয়োজনীয়তা অনুভব করেন তাঁর দুই ছেলে মেয়ের জন্য। কর্ণ বলেন, ‘‘আমার দু’টি সন্তানের জন্য এখনও অনেকদিন বাঁচতে হবে। শুধু তাই নয়, দর্শকদের ভাল ভাল গল্প বলাও বাকি।’’

Advertisement
আরও পড়ুন