Kareena Kapoor Khan

‘বিনিদ্র রজনী কাটানোর পরেও কোনও করতালি পড়ে না’, মাতৃত্ব নিয়ে আর কী বললেন করিনা?

আন্তর্জাতিক মাতৃ দিবসে তাই করিনা মনে করিয়ে দিলেন, কখনও কোনও মাকে ছোট করতে নেই। কারণ তাঁরা অনেক দুঃখ ও যন্ত্রণা পার করে ফেলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৫:৩৬
Kareena Kapoor Khan shares a post on motherhood on Mother’s day

মাতৃত্ব নিয়ে কথা বললেন করিনা কপূর। ছবি: সংগৃহীত।

বিয়ের পরে কর্মজগতে পিছিয়ে পড়বেন। করিনা কপূরকে এমন মন্তব্য শুনতে হয়েছিল একসময়ে। কিন্তু এই ধরনের মন্তব্যকে মিথ্যা প্রমাণ করে দিয়েছেন অভিনেত্রী। দুই সন্তানের মা হওয়ার পরে তিনি যেন আরও উজ্জ্বল। অভিনয়ের ক্ষেত্রে আরও সাবলীল। এমনই মনে করেন করিনার অনুরাগীরা। করিনা নিজেও মনে করেন, মা হওয়ার পরে মহিলাদের শক্তি আরও বেড়ে যায়।

Advertisement

আন্তর্জাতিক মাতৃ দিবসে তাই করিনা মনে করিয়ে দিলেন, কখনও কোনও মাকে ছোট করতে নেই। কারণ তাঁরা অনেক দুঃখ ও যন্ত্রণা পার করে ফেলেছেন। করিনা সমাজমাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “একজন মাকে কখনও ছোট করবেন না। পৃথিবী যে যন্ত্রণায় শেষ হয়ে যেতে পারে, সেই যন্ত্রণা একজন মা সহ্য করেছে। রাতের পর রাত না ঘুমোলে মাথা কাজ করে না। কিন্তু একজন মায়ের সেই অভিজ্ঞতা রয়েছে।”

এত পরিশ্রমের পরেও এই মায়েদের জন্য করতালি পড়ে না। মায়েরা কোনও বিরতিও পায় না। তা-ও মায়েরা নিরলস ভাবে ভালবেসে যান। এটাই তাঁদের শক্তি। মনে করেন করিনা।

অল্প বয়সে বিয়ে করতে করিনাকে অনেকেই নিষেধ করেছিলেন। কিন্তু সে সব কথায় কান না দিয়ে ২০১২ সালে বিয়ে করেছিলেন করিনা। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, “জীবনে আমি যা চেয়েছি, তার সবই করেছি। অনেকেই আমাকে বলেছিল, ‘বিয়ে কোরো না। কেরিয়ার শেষ হয়ে যাবে।’ আমার মনে হয়েছিল, ‘ঠিক আছে যদি শেষ হয়ে যায় যাবে’। অথচ আমি কিন্তু বিয়ের পরেই বেশি কাজ করেছি। সন্তান হওয়ার পরেও কাজ করা কঠিন হলেও আমি নিজের উপর বিশ্বাস রেখেছি এবং কাজ করেছি।”

Advertisement
আরও পড়ুন