Kartik Aaryan

গোয়ায় নতুন বছরের উদ্‌যাপন সেরে ফিরতেই বড়সড় আর্থিক ক্ষতির মুখে কার্তিক আরিয়ান!

সম্প্রতি কার্তিকের নাম জড়িয়েছে অষ্টাদশী পড়ুয়া করিনা কুবলিয়ুটের সঙ্গে। এর মাঝেই বড় আর্থিক ক্ষতির মুখে পড়লেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৬:০১
ক্ষতির মুখে কার্তিক আরিয়ান।

ক্ষতির মুখে কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে তাঁকে নিয়ে মশকরা চলছেই। কথা হচ্ছে কার্তিক আরিয়ানের। সম্প্রতি তাঁর নাম জড়িয়েছে অষ্টাদশী পড়ুয়া করিনা কুবলিয়ুটের সঙ্গে। এর মাঝেই বড় আর্থিক ক্ষতির মুখে পড়লেন অভিনেতা। কী হয়েছে তাঁর সঙ্গে?

Advertisement

সম্প্রতি কার্তিকের ‘তু মেরী ম্যাঁয় তেরা ম্যাঁয় তেরা তু মেরী’ ছবিটি মুক্তি পাওয়ার পরে ফের এই আলোচনা শুরু হয়েছে। ছবিটি বক্সঅফিসে মোটেই ভাল ফল করেনি। ‘ধর্ম প্রোডাকশন’ প্রযোজিত এই ছবির বাজেট ছিল ৯০ কোটি। ছবি বক্সঅফিস থেকে আয় করেছে মাত্র ৪০ কোটি টাকা। অর্থাৎ বাজেটের অর্ধেকও ওঠেনি। এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে নিজের পারিশ্রমিক ফিরিয়ে দিলেন অভিনেতা। ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যের পর থেকে নিজের পারিশ্রমিক বাড়িয়ে ১৫ কোটি করেছেন কার্তিক। সেই মূল্যই নাকি এ বার ফিরিয়ে দিলেন তিনি। অনেকেই অবশ্য বলছেন, প্রযোজক কর্ণ জোহরের সঙ্গে এমনিতেই তাঁর সম্পর্ক খুব স্বাভাবিক নয়। প্রকাশ্যে কার্তিকের পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে ব্যঙ্গ করেন প্রযোজক। তার পরে বেশ কিছু ছবি থেকে বাদও দেওয়া হয় অভিনেতাকে। যদিও পরে সেই মনোমালিন্য মিটিয়ে নেন দু’পক্ষই।

এ বার শোনা যাচ্ছে, কর্ণের মন রাখতেই নাকি পারিশ্রমিক ফিরিয়েছেন অভিনেতা। তবে কার্তিকের ঘনিষ্ঠ মহলের দাবি, অভিনেতা স্বেচ্ছায় এই কাজ করেছেন। যখন ‘শাহজ়াদা’ ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্সঅফিসে, সেই সময়েও নাকি একই কাজ করেছিলেন তিনি। তবে বছরের শুরুটা যেন খুব একটা ভাল যাচ্ছে না কার্তিকের।

Advertisement
আরও পড়ুন