Bihar Accident

দুর্ঘটনায় মৃত্যু কিশোরের, উল্টে গেল ট্রাক, দেহের পাশে ছড়িয়ে পড়া মাছ লুট করতে ব্যস্ত স্থানীয়েরা

শুক্রবার সকালে রীতেশ কুমার নামে সপ্তম শ্রেণির এক ছাত্র টিউশন ছেড়ে বাড়ি ফিরছিল। বিহারের সীতামঢ়ীর জেলার পুপরি থানার ঝাঝিহাট গ্রামের কাছে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা মারে রীতেশকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৭:৩৭
A boy dies in crash but crowd loots fish as his body lies on side

দুর্ঘটনাগ্রস্থ ট্রাক থেকে পড়ে যাওয়া মাছ লুট করতে ব্যস্ত স্থানীয়েরা। ছবি: সংগৃহীত।

রাস্তার পাশে পড়ে রয়েছে এক কিশোরের দেহ। কিন্তু সেই দিকে কোনও ভ্রুক্ষেপ নেই স্থানীয়দের। সকলে ব্যস্ত রাস্তায় ছড়িয়ে পড়া মাছ লুট করতে! সমাজমাধ্যমে ঘটনার খবর ছড়াতেই নিন্দার ঝড় উঠেছে। অনেকেই ঘটনাটিকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেছেন।

Advertisement

শুক্রবার সকালে রীতেশ কুমার নামে সপ্তম শ্রেণির এক ছাত্র টিউশন সেরে বাড়ি ফিরছিল। বিহারের সীতামঢ়ীর জেলার পুপরি থানার ঝাঝিহাট গ্রামের কাছে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা মারে রীতেশকে। সে ছিটকে পড়ে রাস্তার পাশে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন মৃত কিশোরের পরিবারের সদস্যেরা। তাঁরা গিয়ে দেখেন রাস্তার এক পাশে তাঁদের পুত্রের নিথর দেহ পড়ে রয়েছে। তবে স্থানীয়দের সেই দিকে খেয়াল ছিল না। তাঁরা ব্যস্ত মাছ লুট করতেই!

জানা গিয়েছে, রীতেশকে ধাক্কা মারার পর ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আর এক পাশে উল্টে পড়ে যায়। ওই ট্রাকে মাছভর্তি ছিল। ট্রাকটি রাস্তায় উল্টে যাওয়ায় মাছগুলিও ছড়িয়ে যায়। দুর্ঘটনাস্থলে অনেকেই জড়ো হয়েছিলেন। কিন্তু কেউই রীতেশকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি। অ্যাম্বুল্যান্স বা পুলিশে খবর না-দিয়ে তাঁরা ব্যস্ত হয়ে পড়েন রাস্তায় পড়ে থাকা মাছ কুড়িয়ে ঝোলাভর্তি করতে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুপরি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ভিড় সরিয়ে দেয় তারা। তার পরে রীতেশের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
আরও পড়ুন