সায়েন্স সিটি কলকাতা। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক স্বীকৃত এনসিএসএম (ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়াম)-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। কলকাতার সায়েন্স সিটিতে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কনসাল্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস বিভাগে কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৪৫ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকার মধ্যে বেতন দেওয়া হবে। চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য নিয়োগ করা হবে কর্মী। প্রথমে ছ’মাস কাজের মেয়াদ থাকবে, পরে প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি হতে পারে। রাজ্য অথবা কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই সুযোগ। প্রার্থীর বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। তবে স্নাতক যোগ্যতা থাকতেই হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
সায়েন্স সিটি, কলকাতার ওয়েবসাইটে (sciencecitykolkata.org.in) যেতে হবে প্রথমে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩১ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতার সায়েন্স সিটির ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।