Vicky Kaushal

Vicky Kaushal-Katrina Kaif: ভিকির সঙ্গে বিয়ের গুঞ্জনে উত্তাল বলিউড! অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা স্বয়ং

তাঁদের চার হাত এক হওয়ার খবরে মায়ানগরী জুড়ে হইচই। তা নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা নিজেই।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ১৩:১২
ক্যাটরিনা এবং ভিকি কি তবে বিয়ে করছেন না?

ক্যাটরিনা এবং ভিকি কি তবে বিয়ে করছেন না?

বলিউড জুড়ে ছড়িয়ে পড়েছে বিয়ের সানাইয়ের সুর! সৌজন্যে ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল। তাঁদের চার হাত এক হওয়ার খবরে উত্তাল মায়ানগরী। সেই গুঞ্জন নিয়ে এ বার মুখ খুললেন ক্যাটরিনা স্বয়ং। ‘সূর্যবংশী’-র অভিনেত্রী জানিয়েছেন, খবরটাই ভুয়ো। এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি।

তা হলে আচমকা তাঁর বিয়ে নিয়ে এত মাতামাতি কেন? জবাবে মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এই প্রশ্নটা বিগত ১৫ বছর ধরে আমি নিজেও করে চলেছি।” শুধু ক্যাটরিনাই নন, তাঁর ঘনিষ্ঠ বৃত্তের এক ব্যক্তিরও দাবি— বিয়ের খবর স্রেফ গুজব। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি বলেছেন, “এই খবর সম্পূর্ণ ভুল। ওরা দু’জন এমন কোনও পরিকল্পনাই করেনি। কয়েক মাস পর পর ভিকি এবং ক্যাটরিনাকে নিয়ে এ রকম গুঞ্জন ছড়ানোটা ইদানীং অভ্যাসে পরিণত হয়েছে।”

Advertisement

ভিকি-ক্যাটরিনার প্রেমের রটনা বলিউডে নতুন কিছু নয়। অগস্ট মাসেই বাগদান হয়েছিল তাঁদের। এমনই দাবি করেছিল মুম্বইয়ের এক সংবাদমাধ্যম। এখানেই থেমে থাকেনি চর্চা। বিয়েতে পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহঙ্গায় সেজে উঠবেন ক্যাটরিনা। বিলাসবহুল প্রাসাদে বিয়ের অনুষ্ঠান হবে তাঁদের— এমন গুঞ্জন ছড়িয়েছে নতুন করে। ক্যাটরিনার মন্তব্যে কিছুটা মিইয়ে গেল সেই উত্তেজনা।

Advertisement
আরও পড়ুন