Kaushik Ganguly

শহরে সৌরভ শুক্ল, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি বলবে অতিমারির প্রেমের কথা

কোভিড এসে বদলে দিয়েছে অনেক কিছু। সেই অনেক কিছুর মধ্যে আছে প্রেমও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১৫:১৪
শ্যুটিংয়ের প্রথম দিন সৌরভ শুক্ল এবং কৌশিক গঙ্গোপাধ্যায়।

শ্যুটিংয়ের প্রথম দিন সৌরভ শুক্ল এবং কৌশিক গঙ্গোপাধ্যায়।

অতিমারিতে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের হাল কেমন হয়েছে? ঠিক কোথায় কোথায় জীবন পাল্টে গিয়েছে এই পরিবারের মানুষগুলোর? কোন নতুন স্বপ্নের সন্ধানে তারা? এই নিয়েই কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন হিন্দি ছবি ‘মনোহর পাণ্ডে’। বুধবার তার শ্যুটিং শুরু হল টলিপাড়ায়।
কোভিড এসে বদলে দিয়েছে অনেক কিছু। সেই অনেক কিছুর মধ্যে আছে প্রেমও। সাধারণ মধ্যবিত্ত স্বামী-স্ত্রীর জীবনে বিবাহবহির্ভূত প্রেম এসে হাজির হয় এই অতিমারির কারণেই। এমনই একটা গল্পকে বেছে নিয়েছেন কৌশিক। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন সৌরভ শুক্ল, সুপ্রিয়া পাঠক কপূর, রঘুবীর যাদব। ছবির সঙ্গীত পরিচালনায় জিৎ গঙ্গোপাধ্যায়।
সত্যি ঘটনার উপর নির্ভর করেই এই ছবির গল্প লেখা। এমনটাই জানানো হয়েছে নির্মাতাদের তরফে। পরিস্থিতির কারণে সাধারণ জীবনই কী ভাবে হয়ে ওঠে রূপকথা, সে কথাই বলবে এই ‘মনোহর পাণ্ডে’।

Advertisement
Advertisement
আরও পড়ুন