Harish Rai demise

প্রয়াত ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা! লক্ষ লক্ষ টাকার ওষুধের কথা নিজেই জানিয়েছিলেন ৫৫ বছরের হরিশ

হরিশ রাই তাঁর অসুস্থতা সম্পর্কে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, তাঁর এই অসুখের চিকিৎসা কতটা খরচসাপেক্ষ। এক একটি ইনজেকশনের দাম ৩.৫৫ লক্ষ টাকা বলে জানিয়েছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৫:৩২
প্রয়াত ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা হরিশ রাই।

প্রয়াত ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা হরিশ রাই। ছবি: সংগৃহীত।

বিনোদনজগতে ফের শোকের ছায়া। মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত হলেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা হরিশ রাই। দীর্ঘ দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। বৃহস্পতিবার বেঙ্গালুরুর কিদওয়াই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisement

দক্ষিণী তারকা যশের সঙ্গে ‘কেজিএফ’ ছবিতে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল ‘চাচা’। এ ছাড়া ‘ওম’ ছবিতে ‘ডন রাই’-এর চরিত্রে অভিনয় করেও জনপ্রিয় হয়েছিলেন তিনি। থাইরয়েড ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। সেই ক্যানসার ছড়িয়ে পড়েছিল কন্নড় অভিনেতার পেটেও।

হরিশ রাই তাঁর অসুস্থতা সম্পর্কে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, তাঁর এই অসুখের চিকিৎসা কতটা খরচসাপেক্ষ। এক একটি ইনজেকশনের দাম ৩.৫৫ লক্ষ টাকা বলে জানিয়েছিলেন তিনি। চিকিৎসক জানিয়েছিলেন, ৬৩ দিনের মধ্যে তিনটি ইনজেকশন নিতে হবে, যার খরচ ১০.৫ লক্ষ টাকা। কিছু ক্ষেত্রে রোগীকে ১৭-২০টি ইনজেকশনও নিতে হয়। খরচ ৭০ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে যায়।

হরিশের মৃত্যুর খবরে শোকাচ্ছন্ন দক্ষিণী চলচ্চিত্রজগৎ। এই অভিনেতা কন্নড় ছাড়াও তামিল, তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি। ‘ওম’, ‘সামারা’, ‘ব্যাঙ্গালোর আন্ডারওয়ার্ল্ড’, ‘জোদিহাক্কি’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েড্‌স গীতা’ ‘স্বয়ম্বরা’, ‘নল্লা’-সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। সারা ভারতের বিনোদনজগতে তিনি পরিচিত হয়েছিলেন ‘কেজিএফ’-এর দু’টি অধ্যায়ে অভিনয় করে।

Advertisement
আরও পড়ুন