Khushi Mukherjee

অন্তর্বাস ছাড়া বেরিয়ে নজর কাড়েন, এ বার রাস্তায় পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ালেন খুশি?

অন্তর্বাস ছাড়া শুধুমাত্র শরীরের ঊর্ধ্বাঙ্গ ঢেকে রাস্তায় দেখা যায় খুশিকে। অনেকের মতেই নেতিবাচক প্রচারের মাধ্যমেই চর্চায় রয়েছেন তিনি। এ বার ফের রাস্তায় বচসায় জড়ালেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৭:০১
khushi mukherjee heated argument with police on road diwali night

এ বার কোন ঝামেলায় জড়িয়ে পড়লেন খুশি? ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরেই চর্চায় খুশি মুখোপাধ্যায়। স্বল্প পোশাক পরে রাস্তায় বেরিয়ে রাতারাতি নেটপ্রভাবী হয়ে ওঠেন খুশি। তাঁর পোশাক পরার ধরনকে ‘অশ্লীল’ এবং তাঁকে ‘নির্লজ্জ’ বলেও দাগিয়েছেন অনেকে। যে ভিডিয়োটি নিয়ে সব থেকে বেশি চর্চা, সেখানে অন্তর্বাস ছাড়া শুধুমাত্র শরীরের ঊর্ধ্বাঙ্গ ঢেকে রাস্তায় দেখা যায় খুশিকে। এ বার রাস্তায় বচসায় জড়ালেন তিনি।

Advertisement

দীপাবলির রাতে মুম্বইয়ের লোখন্ডওয়ালা এলাকায় নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে একটি অনুষ্ঠানে যান তিনি। এমনিতেই বাজার এলাকা, ফলে প্রচুর ভিড় ছিল। চারপাশে দীপাবলি পালন করছেন সকলে। খুশি রাস্তার এক ধারে নিজের গাড়ি দাঁড় করান। সেখানে তাঁর গাড়ির সামনেই বাজি পোড়াতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বাধা দিয়ে প্রতিবাদ করতেই বচসায় জড়ান অভিনেত্রী। এর পর এক অটো এসে, তাঁর কোটি টাকার গাড়ির পিছনে ধাক্কা দেয়। তাতে ভেঙে যায় গাড়ির পিছনের আলো। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন খুশি।

এই ঘটনার পরে সামনেই দাঁড়িয়ে থাকা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন, ‘‘পিছন দিক থেকে আমার গাড়িতে ধাক্কা মেরেছে। একে ধরুন, জেলে ভরে দিন।’’ এই ভাবে এক কথা-দু’কথা থেকে রীতিমতো তর্কাতর্কি শুরু হয়ে যায়। উৎসবের দিনে ঝামেলা না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পুলিশ। কিন্তু, ছাড়ার পাত্রী নন খুশি। যদিও, এই ঘটনায় থানায় গিয়ে কোনও অভিযোগ দায়ের করেননি অভিনেত্রী। কিন্তু, বচসার এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এমনিতেই দিন কয়েক ধরে খুব একটা প্রকাশ্যে আসছেন না তিনি। অথচ দীপাবলিতে রাস্তায় বেরিয়েই অযাচিত ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি।

Advertisement
আরও পড়ুন