Kim Sharma

একের পর এক অসফল ছবি, দেউলিয়া হয়ে যান একসময়ে! ৪৬ বছরের অভিনেত্রী এখন বহু তারকার হাল ধরেছেন

হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করে হারিয়ে গিয়েছিলেন তিনি। একটা সময়ে দেউলিয়া পর্যন্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু সামলে ওঠেন ক্রমশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১১:০৭
Know a few facts about Kim Sharma on her 46th birthday

৪৬ বছর পূর্ণ হল কিম শর্মার। ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের ‘মহব্বতেঁ’ ছবিতে প্রথম অভিনয়। যুগল হংসরাজের সঙ্গে তাঁর রসায়ন নজর কেড়েছিল। তার পরে হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করে হারিয়ে গিয়েছিলেন তিনি। একটা সময়ে দেউলিয়া পর্যন্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু সামলে ওঠেন ক্রমশ। এমনকি, বলিউডের বেশ কয়েক জন তারকার আকাশছোঁয়া সম্পত্তির নেপথ্যে রয়েছে তাঁর হাত।

Advertisement

‘মহব্বতেঁ’র পরে ‘তুম সে অচ্ছা কৌন হ্যায়’, ‘ইয়াকিন’, ‘ফিদা’, ‘টম ডিক অ্যান্ড হ্যারি’ ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু বক্সঅফিসে এই ছবিগুলি অসফল। ২০১০ সালে ব্যবসায়ী আলি পঞ্জানিকে বিয়ে করেন এবং মুম্বই ছাড়েন। কেনিয়া গিয়ে এক স্বামীর ব্যবসায় যোগ দেন। এক হোটেলের সিইও পদে নিযুক্ত হন তিনি। কিন্তু ছ’বছরের দাম্পত্যে ইতি টেনে তিনি ফিরে আসেন মুম্বই।

২০১৭ সালে কিম ঘোষণা করেছিলেন, তিনি সর্বস্বান্ত হয়ে গিয়েছেন। স্বামী নাকি অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাঁকে ছেড়ে দিয়েছেন, এমন দাবিও করেছিলেন তিনি। এর পরে অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল তাঁর। তবে ২০১৯ সালের মধ্যে সেই গুঞ্জনও মিলিয়ে যায়। এর পরে টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথা ছড়ায়। প্রায়ই বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছিল। তবে সেই সম্পর্কও স্থায়ী হয়নি।

ক্রমশ নিজের জন্য অন্য পথ বেছে নেন কিম। তিনি বর্তমানে বলিউডের তারকাদের আপ্তসহায়কের কাজ করেন। সেই তারকাদের মধ্যে রয়েছেন ওরি। এক সাক্ষাৎকারে কিম বলেছিলেন, ওরি কোনও নেটপ্রভাবী নন। সামাজিক পরীক্ষানিরীক্ষার মাধ্যমে তৈরি এক ধারণার নাম ওরি।

বলিউডে নিমেষে পাকাপাকি জায়গা তৈরি করেন ওরি। হঠাৎই তারকাদের বন্ধু হয়ে ওঠেন তিনি। ওরিকে এই ভাবে বিনোদনজগতে প্রতিষ্ঠিত করার নেপথ্যে রয়েছে কিমের যথেষ্ট ভূমিকা। কিম জানিয়েছিলেন, ওরি নিজেও খুবই বুদ্ধিমান একজন ব্যক্তিত্ব। গত বছর এক সাক্ষাৎকারে প্রাক্তন অভিনেত্রী জানিয়েছিলেন, ওরির ১০ কোটি টাকার সম্পত্তির নেপথ্যে তাঁরও পরিশ্রম রয়েছে। ওরি ছাড়াও সানা মকবুল, দয়ানন্দ শেট্টী ও হলিউডের কিনু রিভ্‌সের আপ্তসহায়ক হিসাবে কিম কাজ করেছেন বলে শোনা যায়।

Advertisement
আরও পড়ুন