পুত্রবধূর বিরুদ্ধে সঞ্জয়ের মায়ের বড় অভিযোগ। ছবি: সংগৃহীত।
প্রিয়া কপূরের বিরুদ্ধে নতুন করে একটি মামলা দায়ের করলেন সঞ্জয় কপূরের মা রানি কপূর। তাঁর অভিযোগ, তাঁর পুত্রকে প্ররোচিত করে এবং মগজধোলাই করে তাঁকে দিয়ে টাকা নয়ছয় করিয়েছিলেন প্রিয়া।
২০২৫ সালের ১২ জুন মৃত্যু হয় সঞ্জয়ের। তার পর থেকে প্রয়াত শিল্পপতির ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে তরজা চলছে। সঞ্জয়ের প্রাক্তন স্ত্রী করিশ্মা কপূরের দুই সন্তান সামাইরা ও কিয়ানের দাবি, সম্পত্তি থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে। প্রিয়া সম্পত্তির দলিল জাল করেছেন বলেও অভিযোগ তাঁদের। আইনি জটিলতা পৌঁছেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এর মধ্যে নতুন করে প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রানি কপূর।
রানির অভিযোগ, তাঁর নাম ব্যবহার করে একটি ট্রাস্ট তৈরি করা হয়েছিল। কিন্তু ‘রানি কপূর ফ্যামিলি ট্রাস্ট’ আসলে সঞ্জয়ের বিশাল সম্পত্তি নয়ছয় করার লক্ষ্যেই তৈরি করা হয়েছিল। প্রিয়ার প্ররোচনাতেই এই ট্রাস্ট তৈরি করেছিলেন সঞ্জয়, দাবি রানি কপূরের। টাকাপয়সা সংক্রান্ত যে কোনও ষড়যন্ত্রে প্রিয়াই মূল মাথা বলেও দাবি তাঁর। পুত্রের সম্পত্তি থেকে তাঁকেও বঞ্চিত করা হয়েছে বলে প্রথম থেকেই জানিয়ে আসছেন সঞ্জয়ের মা। ষড়যন্ত্র করে সমস্ত সম্পত্তি নাকি আদায় করেছেন প্রিয়া।
অন্য দিকে, সঞ্জয় ও করিশ্মার বিচ্ছেদ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে চেয়ে শীর্ষ আদালতের কাছে আবেদন করেছেন প্রিয়া কপূর। বিবাহবিচ্ছেদের সময়ে সঞ্জয় ও করিশ্মার মধ্যে কী আর্থিক বোঝাপড়া হয়েছিল, সেগুলি খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন করেছেন প্রিয়া। সন্তানদের হেফাজত নিয়েও কী অবস্থান নিয়েছিলেন তাঁরা, সেটিও দেখতে চান সঞ্জয়ের তৃতীয় স্ত্রী।