Lara Dutta

অভিনয় থেকে দূরত্ব বেড়েছে, প্রিয় মানুষকে হারিয়ে শোকস্তব্ধ প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী লারা দত্ত

টেনিস তারকা স্বামী মহেশ ভূপতি আর ১৩ বছরের কন্যা সন্তান নিয়ে সংসার তাঁর। ভাল ছিলেন এর মাঝেই প্রিয় মানুষকে হারিয়ে শোকস্তব্ধ লারা দত্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৭:৫০
প্রিয়জনকে হারিয়ে শোকবিহ্বল লারা।

প্রিয়জনকে হারিয়ে শোকবিহ্বল লারা। ছবি: সংগৃহীত।

২৫ বছর আগে এই মে মাসেই ব্রহ্মাণ্ডসুন্দরীর হয়েছিলেন লারা দত্ত। এত বছর পর এই সময়েই হারিয়ে ফেলেলেন নিজের প্রিয় মানুষকে। শোকস্তব্ধ লারা, ছলছল চোখে অভিনেত্রীকে দেখা গেল মুম্বইয়ের সান্তাক্রুজ শ্মশানের বাইরে।

Advertisement

টেনিস তারকা স্বামী মহেশ ভূপতি আর ১৩ বছরের কন্যা সন্তান নিয়ে সংসার তাঁর। পাশাপাশি সামলে নেন তাঁর পেশা— ওয়েব সিরিজ়, টেলিভিশন শোয়ে বিচারকের দায়িত্ব ইত্যাদি। দশ বছর হল নিজের প্রসাধনীর ব্র্যান্ড তৈরি করেছেন লারা। সেই ব্যবসার নানা দিকও দেখতে হয় তাঁকেই। যদিও সিনেমা জগৎ থেকে দূরত্ব বেড়েছে তাঁর। কর্মজীবন ও পেশাগত জীবন দক্ষ ভাবে সামলাচ্ছেন অভিনেত্রী। এর মাঝেই নিজের বাবাকে হারিয়ে ফেললেন লারা। বায়ুসেনায় উইং কমান্ডার এলকে দত্ত ছিলেন লারার বাবার। ১২ মে ছিল তাঁর জন্মদিন, দিন কয়েক বাদেই প্রয়াত হলেন অভিনেত্রীর বাবা। কয়েক দিন আগেই বাবার সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘‘একটা আবেগঘন দিন... ১২ই মে...... আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন! শুধু আমার বাবার জন্মদিন নয়, ২৫ বছর আগে আমি মিস ইউনিভার্স জেতার দিনও!। সময় কী ভাবে কেটে যায়!’’

Advertisement
আরও পড়ুন