madhuri dixit canada tour

কানাডার অনুষ্ঠানে তিন ঘণ্টা দেরিতে ঢোকেন মাধুরী, বিরক্ত দর্শক! নেপথ্যে কে? মুখ খুললেন উদ্যোক্তারা

কানাডায় শো করতে গিয়েছিলেন মাধুরী দীক্ষিত। যাঁর চিলতে হাসিতেই মন গলে যায় দর্শকের, তাঁরই উপর ক্ষুব্ধ সকলে। শুরু হয় বিশৃঙ্খলা। নেপথ্যের কারণ প্রকাশ্যে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১২:৫৬
মাধুরী দীক্ষিতের কানাডার অনুষ্ঠানে বিশৃঙ্খলার নেপথ্যে কারণ কী?

মাধুরী দীক্ষিতের কানাডার অনুষ্ঠানে বিশৃঙ্খলার নেপথ্যে কারণ কী? ছবি: সংগৃহীত।

কানাডায় ধুন্ধুমার কাণ্ড! তা-ও আবার মাধুরী দীক্ষিতের শো ঘিরে। অভিনেত্রী নাকি তিন ঘণ্টা দেরিতে মঞ্চে ওঠেন এবং গোটা অনুষ্ঠানে তাঁর নাচের বদলে কথোপকথন ছিল বেশি। এই অভিযোগ তোলে ক্ষুব্ধ দর্শক। কাঠগড়ায় তোলা হয় শোয়ের আয়োজকদের। এ বার অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা মুখ খুললেন তাঁরা।

Advertisement

এ দিনের অনুষ্ঠানে অভিনেত্রী দেরি করে আসায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আয়োজকদের দাবি, এর দায় নিতে হবে অভিনেত্রীর টিমকে। তাঁরা জানান, মাধুরীর টিম তাঁকেই ভুল সময় জানিয়েছিল। সেই কারণেই অভিনেত্রী অনুষ্ঠানে দেরি করে পৌঁছোন বলে দাবি। অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করা হয়েছিল। প্রথমে রাত সাড়ে ৮টা নাগাদ মঞ্চে মাধুরীর সঙ্গে প্রশ্নোত্তরপর্ব হওয়ার কথা ছিল। তার পর ছিল মূল অনুষ্ঠান। কিন্তু নায়িকা এসে পৌঁছোন ১০টায়। অভিনেত্রী দেরি করায় গোটা অনুষ্ঠানের সূচি বদলে দিতে হয়। অধৈর্য্য হয়ে পড়ে দর্শকও। সময় যত গড়িয়েছে দর্শকও ততটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, চেয়ার ছেড়ে বেরিয়ে যেতে শুরু করে তারা।

এর পরই সমাজমাধ্যমে একের পর এক পোস্ট ছড়িয়ে পড়তে থাকে। কেউ লেখেন, “টাকা নষ্ট, সময় নষ্ট।” কেউ বা বললেন, ‘‘কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে এক একটা করে গানে মাধুরী নাচবেন আর মাঝেমধ্যে গল্প করবেন! এটা কী রকম শো?’’ কেউ কেউ আবার আরও বিরক্তিপ্রকাশ করে লেখেন, ‘‘অত্যন্ত খারাপ শো। টিকিটের টাকা ফেরানো হোক।’’ এমনই নানা কুমন্তব্যে বিদ্ধ অভিনেত্রী। যদিও এই প্রসঙ্গে মাধুরীর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
আরও পড়ুন