Bengali actress

দিল্লির হোটেল ভাড়া করতে গিয়ে প্রতারণার ফাঁদে মাধুরিমা! কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?

অন্তর্জালে প্রতারকদের জালে টলিপাড়ার অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২০
Madhurima Chakraborty is in trouble due to cyber security in New Delhi shares her experience

অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

টলিপাড়ার পরিচিত মুখ মাধুরিমা চক্রবর্তী। এ বার জালিয়াতির শিকার অভিনেত্রী। গত সপ্তাহে বোনোর সঙ্গে দিল্লিতে ঘুরতে গিয়েছিলেন মাধুরিমা। সেখানে অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তিনি, এমনই অভিযোগ। একটি বিলাসবহুল হোটেল বুক করতে চেয়েছিলেন অভিনেত্রী। ইন্টারনেটে দু’টি নম্বর দেওয়া ছিল। মাধুরিমা সেই নম্বরেই বুকিংয়ের টাকা পাঠান। তার পরেই বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইনকে মাধুরিমা বললেন, ‘‘আমাকে একটা স্ক্যানার পাঠানো হয়। ওই নম্বরে টাকা পাঠাতেই দেখলাম আমাকে ব্লক করে দেওয়া হল। নম্বরটাই মুছে দেওয়া হয়।” মাধুরিমা জানালেন, পরে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি জানিয়ে যোগাযোগ করলে তাঁরা দাবি করেন মোবাইল নম্বর দু’টি তাঁদের নয়। অভিনেত্রীর দাবি, হোটেল ভা়ড়া বাবদ যে টাকাটি তিনি পাঠিয়েছিলেন, শুধু সেটুকুই খোয়া গিয়েছে। ব্যাঙ্ক থেকে তার বেশি টাকা এখনও হাতিয়ে নিতে পারেনি প্রতারক।

এ বিষয়ে অবশ্য পুলিশে লিখিত কোনও অভিযোগ দায়ের করেননি অভিনেত্রী।তিনি বলেন, ‘‘পরিচিত সূত্রেই জানতে পারলাম, দিল্লিতে এই ধরনের প্রতারণা এখন বেড়েছে। পুলিশে অভিযোগ জানিয়েও নাকি বেশির ভাগ সময়েই হারানো টাকা ফেরত পাওয়া যায় না। আমি একটু বেড়াতে যেতে চেয়েছিলাম, এ ভাবে ঝামেলায় জড়াতে নয়।’’

দর্শক মাধুরিমাকে এর আগে ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে দেখেছেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে হয় অভিনেত্রীকে।

Advertisement
আরও পড়ুন