Ranveer Allahbadia controversy

‘আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না’, রণবীরকে প্রকাশ্যে হুমকি ‘মহাভারত’-এর অভিনেতার

“আমি সরকারের কাছে অনুরোধ করব ওর বিরুদ্ধে ক়ড়া পদক্ষেপ করার জন্য। আমি এই মুহূর্তে খুব রেগে আছি। খারাপ কথা বলতে চাই না”, বললেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৪
Mahabharat actor Sourav Gurjar said that no one can save Ranveer Allahbadia from him

রণবীরকে হুমকি সৌরভের। ছবি: সংগৃহীত।

রণবীর ইলাহাবাদিয়ার উপর রাগে ফেটে পড়লেন ‘মহাভারত’ খ্যাত অভিনেতা সৌরভ গুরজার। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে গিয়ে একটি মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন রণবীর। সেই মন্তব্যের জন্য ইউটিউবারকে ছেড়ে কথা বলতে নারাজ সৌরভ। একটি ভিডিয়োর মাধ্যমে রণবীরকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন তিনি। তাঁর দাবি, রণবীর যা বলেছেন, তা কখনওই মেনে নেওয়া যায় না। তাই তাঁর হাত থেকে রণবীরকে কেউ নাকি বাঁচাতে পারবেন না।

Advertisement

সৌরভ ক্ষোভপ্রকাশ করে বলেছেন, “ওই অনুষ্ঠানে ও (রণবীর) যা বলেছে, তার জন্য আমি কোনও ভাবেই ওকে ক্ষমা করতে পারব না। ওর বিরুদ্ধে আমরা সবাই মিলে সঠিক পদক্ষেপ না করলে, অন্যেরাও ওর মতো মন্তব্য করা শুরু করবে। ওর মতো লোকজন আজকাল সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই ধরনের মন্তব্য করে আমাদের সমাজ ও ধর্মকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের আইনি পদক্ষেপ করা উচিত। পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য এটা আমাদের করতেই হবে।”

রণবীর সেই অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্য শুনে রেগে আগুন সৌরভ। তাঁর কথায়, “আমি সরকারের কাছে অনুরোধ করব ওর বিরুদ্ধে ক়ড়া পদক্ষেপ করার জন্য। আমি এই মুহূর্তে খুব রেগে আছি। খারাপ কথা বলতে চাই না। ওর সঙ্গে আমার কখনও দেখা হয়ে গেলে, আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না।”

উল্লেখ্য, রণবীর তাঁর মন্তব্যের জন্য সমাজমাধ্যমে ক্ষমা চেয়েছেন। স্বপক্ষে কোনও যুক্তি না দিয়েই তিনি স্পষ্ট জানান, তিনি ‘কমেডি’ সম্পর্কে কিছু বোঝেন না। তাই এমন মন্তব্য করে ফেলেছেন।

Advertisement
আরও পড়ুন