Malaika Arora

মলাইকার নতুন প্রেমিক হিরে ব্যবসায়ী! ৩৩ বছরের এই যুবক আসলে কে?

এনরিকের অনুষ্ঠান থেকে বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, মলাইকা গানের তালে নাচছেন। তাঁর ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন এক অচেনা পুরুষ। অবশেষে জানা গেল কে এই রহস্যময় পুরুষ?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৮:৪২
মলাইকার জীবনে এই নতুন পুরুষ আসলে কে?

মলাইকার জীবনে এই নতুন পুরুষ আসলে কে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মলাইকা অরোরার জীবনে এসেছেন নতুন পুরুষ? এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠান থেকে জল্পনায় মেতেছেন অনুরাগীরা। অনুষ্ঠান থেকে বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, মলাইকা গানের তালে নাচছেন। তাঁর ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন এক অচেনা পুরুষ। অবশেষে জানা গেল কে এই রহস্যময় পুরুষ?

Advertisement

পরনে সাদা শার্ট ও ডেনিম প্যান্ট। যুবকের বয়স ৩০-এর ঘরে বলে অনুমান নেটাগরিকের। মলাইকার চোখে চোখ রেখে কথা বলতেও দেখা যায় তাঁকে। তার পরেই নেটাগরিক প্রশ্ন তুলেছেন, “কে এই সুপুরুষ?” অনেকেই আবার দাবি করেছেন, মলাইকার পছন্দ করার চোখ আছে। সমাজমাধ্যমে এই পুরুষের পরিচয় নিয়ে নানা বক্তব্য ছড়িয়ে পড়েছে। তবে বেশ কয়েকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দাবি, ৩৩ বছরের এই যুবকের নাম হর্ষ মেহতা। তাঁর নাকি বেলজিয়ামে হিরের ব্যবসা রয়েছে। এ-ও শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে আছেন মলাইকা ও হর্ষ।

মলাইকার সঙ্গে কি হর্ষ মেহতা?

মলাইকার সঙ্গে কি হর্ষ মেহতা?

২০২৪ সালে অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মলাইকার। তার পর থেকে কয়েকটি গুঞ্জন শোনা গেলেও সিলমোহর পড়েনি একটিতেও। কিন্তু হর্ষকে প্রকাশ্যে দেখে অনেকেই মনে করছেন, সূক্ষ্ম ভাবে সম্পর্কে সিলমোর দিলেন মলাইকা। গত বছর থেকেই নাকি হর্ষের সঙ্গে আলাপ তাঁর। তবে সম্পর্ক গত কয়েক মাসের। তবে এই নিয়ে এখনও মুখে কুলুপ মলাইকার। অভিনেত্রী তথা মডেল হর্ষ মেহতা নামে এখনও কাউকে ইনস্টাগ্রামে ফলো করেন না। তাই এখনও এই রহস্যময় পুরুষের পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

মলাইকার সঙ্গে এই অচেনা পুরুষকে দেখে অনেকে নানা রকমের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “দিন দিন যেন মলাইকার বয়স কমছে। এই জুটি কিন্তু খুবই রসায়নপূর্ণ। খুবই উষ্ণ লাগছে ওঁদের একসঙ্গে।” তবে বিপরীত মতও রয়েছে অনেকের। কেউ লিখেছেন, “একসঙ্গে দেখা গিয়েছে মানেই প্রেমিক হতে হবে, এর কোনও মানে নেই। হতেই পারে মলাইকার পুত্রের বন্ধু ওই পুরুষ।” উল্লেখ্য, অর্জুনের সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক রেখেছেন মলাইকা। কিছু দিন আগে মলাইকার জন্মদিনেও শুভেচ্ছা জানান অর্জুন।

Advertisement
আরও পড়ুন