Mamta Kulkarni

প্রকাশ্যে মমতাকে দেখে হাসাহাসি! কেন মুখের উপর সপাটে দরজা এঁটেছিলেন শাহরুখ-সলমন?

ছবির শুটিংয়ের সময় নাকি মমতাকে নিয়ে প্রবল মশকরা করেছিলেন দুই খান। ছবির একটি গানের কোরিয়োগ্রাফি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২
Mamta Kulkarni revealed that Salman Khan and Shah Rukh Khan once laughed at her

মমতাকে নিয়ে মশকরা করেছিলেন শাহরুখ-সলমন। ছবি: সংগৃহীত।

সম্প্রতি সন্ন্যাসের পথে হেঁটেছেন মমতা কুলকার্নি। মহাকুম্ভে গিয়ে মহামণ্ডলেশ্বর পদ পেয়েছেন তিনি। যদিও এক সপ্তাহের মধ্যে সেই পদ খুইয়েছেনও অভিনেত্রী। তার পর থেকে একাধিক সাক্ষাৎকারে উপস্থিত থেকেছেন মমতা। নব্বইয়ের দশকের ছবিতে সাহসী দৃশ্যেও অভিনয় করেছিলেন তিনি। তবে মমতার অভিনীত ছবিগুলির মধ্যে অন্যতম ‘কর্ণ অর্জুন’। শাহরুখ খান ও সলমন খানের সঙ্গে এই ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Advertisement

সেই ছবির শুটিংয়ের সময় নাকি মমতাকে নিয়ে প্রবল মশকরা করেছিলেন দুই খান। ছবির একটি গানের কোরিয়োগ্রাফি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। মমতা সাক্ষাৎকারে বলেন, “‘কর্ণ অর্জুন’ ছবিতে কোরিয়োগ্রাফার ছিলেন চিন্নি প্রকাশ। সলমন ও শাহরুখ দু’জনেই শুটিংয়ে চলে গিয়েছিল। আমি একা বসে অপেক্ষা করছিলাম। আধ ঘণ্টা পরে আমার দরজায় এসে কড়া নাড়েন চিন্নি প্রকাশের সহযোগী। তিনি এসে বলেন, কোরিয়োগ্রাফার ডাকছেন।”

যাওয়ার সময়েই শাহরুখ-সলমনের সঙ্গে দেখা হয় মমতার। অভিনেত্রীর কথায়, “আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম। সলমন ও শাহরুখ আমার পাশ দিয়ে চলে গেল আর আমাকে নিয়ে হাসাহাসি করছিল। আমি কিছু বলিনি। তখন রাত আটটা বাজে। গুরুজির কাছে গেলাম। তিনি বলেন, একটা নাচ আমাকে একাই করতে হবে। আমি তো আকাশ থেকে পড়ি।”

পরের দিনের ঘটনা নিয়ে মমতা বলেন, “পরের দিন প্রথম শুটিং ছিল আমার দৃশ্যের। গাছের আড়াল থেকে শাহরুখ ও সলমন আমাকে দেখছিল। আবার ওরা হাসাহাসি করছিল। আমার এক শটেই শুটিং হয়ে গিয়েছিল।” তিনি আরও যোগ করেন, “কিন্তু পরে শাহরুখ ও সলমনকে পাঁচ হাজার লোকের সামনে বহু বার শট দিতে হয়েছিল। পরিচালক রেগে গিয়ে সেই দিন শুটিং বন্ধ করে দেন। আমরা সকলে তার পর ছুটে যাই যে যার ঘরের দিকে। সেই দিন আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল সলমন। সলমন খুবই দুষ্টু ধরনের ছিল। আমি খুবই সময়ানুবর্তিতার মধ্যে থাকতাম। সেই জন্যও আমাকে নিয়ে রসিকতা করত।”

Advertisement
আরও পড়ুন