Mir Afsar Ali-Ed Sheeran

পঞ্চাশে পা মীরের, বিশেষ দিনে ব্রিটিশ তারকা এড শিরানের সঙ্গে সাক্ষাৎ! কেমন ছিল অভিজ্ঞতা?

১৫ ফেব্রুয়ারি গুরুগ্রামের লেজার ভ্যালি পার্কে ছিল এড শিরানের কনসার্ট। সে দিনের অনুষ্ঠানের অনুভূতি জানালেন মীর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪২
এডকে সাামনে থেকে দেখার অনুভূতি জানালেন মীর।

এডকে সাামনে থেকে দেখার অনুভূতি জানালেন মীর। ছবি: সংগৃহীত।

ভারতে ‘ম্যাথমেটিক্স ট্যুর’ শেষ করলেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। অহমদাবাদ থেকে বেঙ্গালুরু, তার পর মাঝপথে ঢুঁ দিয়ে জিয়াগঞ্জে অরিজিৎ সিংহের বাড়িতে। সেখান থেকে শিলং, তার পর শেষ অনুষ্ঠান ছিল গুরুগ্রামে। সেখানেই এডকে দেখলেন মীর আফসর আলি। সমাজমাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়ে এডকে দিলেন ‘মায়েস্ট্রো’ তকমা।

Advertisement

১৪ ফেব্রুয়ারি ৫০-এ পা দিয়েছেন মীর আফসর আলি। তার পরের দিন, ১৫ ফেব্রুয়ারি গুরুগ্রামের লেজার ভ্যালি পার্কে ছিল এড শিরানের কনসার্ট। দর্শকে পূর্ণ অনুষ্ঠান কক্ষ। মঞ্চে একের পর এক গান গাইছেন এড। আচমকা ভিড়ের মধ্যে অজ্ঞান হয়ে যান এক দর্শক। গান গাওয়ার মাঝে তা নজরে পড়ে শিরানের। তৎক্ষণাৎ গান থামিয়ে খোঁজ নেন। শুধু তাই নয়, উদ্যোক্তাদের কাছে অনুরোধ জানান, অজ্ঞান হয়ে যাওয়া অনুরাগীকে সাহায্য করার জন্য। গোটাটই চাক্ষুষ করেছেন মীর। অনুষ্ঠানের শেষে কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর রবিবার নিজের অনুভূতির কথা জানালেন। মীর জানান, তাঁর পরিবারের তরফে জন্মদিনের উপহার হিসাবে শিরানের দিল্লির অনুষ্ঠানে পাঠানো হয়েছে। স্বল্পকথায় মীর লেখেন, ‘অনবদ্য’।

গত বছর মার্চ মাসে মুম্বইয়ে গিয়ে এড বলেন, “ভারতে আমার গানের জনপ্রিয়তা মারাত্মক। এখানেই আমার সব থেকে বড় বাজার।” সেই উপলব্ধি মাথায় ছিল তাঁর। তাই নতুন বছরের শুরুতে যেন সে কথাই রাখলেন গায়ক।

Advertisement
আরও পড়ুন