Arijit Singh Doing Second Film

ভোর পাঁচটায় বোলপুরের রাস্তায় অরিজিৎ সিংহ! মাথায় গামছা বেঁধে দলবল নিয়ে কোন কাজে ব্যস্ত?

অরিজিতের প্রথম ছবি ‘সা’। ছবিটি এখনও মুক্তি পায়নি। শোনা যায়, নিজের জীবনের ছায়ায় নাকি ছবিটি বানিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ০৯:৫৭
বোলপুরে কী করছেন অরিজিৎ সিংহ?

বোলপুরে কী করছেন অরিজিৎ সিংহ? ছবি: সংগৃহীত।

প্রথম ছবি ‘সা’ এখনও মুক্তি পায়নি। অরিজিৎ সিংহ ব্যস্ত তাঁর দ্বিতীয় ছবি নিয়ে। ঘনিষ্ঠ সূত্রে খবর, শুক্রবার ভোর পাঁচটায় তাঁকে দেখা গিয়েছে ইলামবাজার সংলগ্ন অঞ্চলে। পরনে লাল গেঞ্জি, মাথায় গামছা বাঁধা। মুম্বইয়ের টিম নিয়ে ওখানেই তিনি পরের ছবির রেকিতে ব্যস্ত। কী বিষয় নিয়ে দ্বিতীয় ছবি বানাতে চলেছেন সুরকার-গায়ক, সে বিষয়ে এখনও জানা যায়নি। কারা অভিনয় করছেন, সে বিষয়েও মুখ বন্ধ রেখেছেন অরিজিৎ এবং তাঁর দল।

Advertisement

অরিজিতের প্রথম ছবি ‘সা’। সাত সুরের প্রথম সুর অনুযায়ী ছবির নাম। খবর, ২০১৬ সাল থেকে ছবি তৈরির কাজে হাত রাখেন তিনি। শেষ হয় ২০১৮-য়। ছবিটি সম্ভবত শীঘ্রই মুক্তি পাবে। দু’টি পর্বে তৈরি এই ছবি। ‘সা’ তৈরির আগে শ্যামবাজারে অরিজিৎ পায়ে হেঁটে রেকি করেছিলেন। মূলত সঙ্গীতনির্ভর ছবি। প্রাথমিক ভাবে ছবির নাম ঠিক হয়েছিল ‘লালু’। এই নামের শিশুকে ঘিরে গল্প শুরু।

পরে যদিও ছবির নাম বদলে রাখা হয় ‘সা’। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, শ্রীদীপ মুখোপাধ্যায়-সহ এক ঝাঁক নবীন এবং জনপ্রিয় অভিনেতা। ছবির দ্বিতীয় ভাগে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। ইমপা-য় ছবির নাম নথিভুক্ত করার সময় প্রথম প্রকাশ্যে আসে অরিজিতের ছবি পরিচালনার কথা।

Advertisement
আরও পড়ুন