Sobhita Dhulipala-Naga Chaitanya

পুত্রবধূর ঘাড় থেকে যত্নে চুল সরিয়ে দিলেন নাগার্জুন, সমালোচনার মুখে দক্ষিণী অভিনেতা

নাগার্জুন এক সময় নিজেই জানিয়েছিলেন, পুরুষ যেমন নারী কল্পনা করেন শোভিতা তেমনই নারী। ছেলে নাগা ও পুত্রবধূকে নিয়ে মন্দিরে পুজো দিতে গিয়ে সমালোচনার মুখে পড়লেন নাগার-বাবা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১৪
Nagarjuna joins Naga Chaitanya Sobhita Dhulipalas first temple visit after marriage

বিয়ের পর নাগা চৈতন্য ও পুত্রবধূ শোভিতা ধুলিপালার সঙ্গে নাগার্জুন। ছবি: সংগৃহীত।

পুত্রবধূ শোভিতা ধূলিপালার সৌন্দর্যে কুপোকাত ছিলেন শ্বশুর নার্গাজুন অনেক আগেই। যদিও তখন জানতে না পরবর্তীকালে শোভিতাই তাঁর পুত্রবধূ হবেন! তেলুগু ছবি ‘গুড়াচারি’-তে অভিনয় করেছিলেন শোভিতা। ছবিটি সফল হওয়ার পরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই পুত্রবধূকে ‘হট’ বলে সম্বোধন করেছিলেন নাগার্জুন। তখন অবশ্য অভিনেতা জানতেন না, ভবিষ্যতে শোভিতাই তাঁর পুত্রবধূ হতে চলেছেন। সেই অনুষ্ঠানে শোভিতা সম্পর্কে প্রশ্ন করা হলে নাগার্জুন বলেন, “শোভিতা ধুলিপালাকে সত্যিই দারুণ লেগেছে এই ছবিতে। আমার বলা উচিত নয়, তা-ও বলব, ও সত্যিই আবেদনময়ী। একজন পুরুষ যেমন নারী কল্পনা করেন তেমন নারী শোভিতা।” এ বার বিয়ের পর পুত্র ও পুত্রবধূকে নিয়ে মন্দিরে পুজো দিতে গিয়ে পুত্রবধূর ঘাড়ের কাছের চুল সরিয়ে দিতেই নেটপাড়ায় জোর জল্পনা নাগর্জুনকে নিয়ে।

Advertisement

বিয়ের পরই পুত্র ও পুত্রবধূকে নিয়ে মন্দির দর্শনে গিয়েছিলেন নাগার্জুন। সেখানেই পুত্রবধূকে তিলক পরানোর সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন শ্বশুর। শোভিতার ঘাড়ের কাছে চুল সরিয়ে দিয়ে পুত্রবধূকে সাহায্য করতেই নেটপাড়ায় সমালোচনা। কেউ লিখেছেন, ‘‘কার স্ত্রী বোঝা যাচ্ছে না।’’ কেউ আবার মন্তব্য করেছেন ‘‘এঁরা এঁদের বাবাকে ছাড়া কোথাও যান না কেন?’’

আসলে শোভিতা-নাগার বাগ্‌দানের খবর প্রকাশ্যে এনেছেন বাবা নাগার্জুন। এমনকি বিয়ের পরও শোভিতাকে পরিবারের স্বাগত জানিয়ে সমাজমাধ্যমে লম্বা পোস্ট করেন নাগার্জুন। তবে অভিনেতার মন্দিরে ঘটনা অনেকেই ভাল চোখে দেখেননি।

Advertisement
আরও পড়ুন