Natasha Stankovic

‘পাশে কেউ ছিল না, তখনও ঘুরে দাঁড়িয়েছি’, নাতাশার মন্তব্যের নিশানায় কি হার্দিক?

সম্পর্ক ভাঙার পরে হার্দিকের অনুরাগীরা সবটা না জেনে প্রথমেই নাতাশার দিকে আঙুল তুলেছিলেন। কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সার্বিয়ান মডেলকে। কিন্তু ক্রমশ সত্যিটা প্রকাশ্যে এসেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ২০:২০
Hardik Natasha

হার্দিককে খোঁচা দিলেন নাতাশা? ছবি: সংগৃহীত।

গত বছরই হার্দিক পাণ্ড্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে নাতাশা স্তানকোভিচের। সম্পর্ক ভাঙার পরে হার্দিকের অনুরাগীরা সবটা না জেনে প্রথমেই নাতাশার দিকে আঙুল তুলেছিলেন। কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সার্বিয়ান মডেলকে। কিন্তু ক্রমশ সত্যিটা প্রকাশ্যে এসেছে। বিবাহবিচ্ছেদের পরে পুত্রকে নিয়ে সার্বিয়ায় চলে গিয়েছিলেন। কিন্তু ফের নিজের জমি শক্ত করে ভারতে ফিরেছিলেন এবং নিজের কাজে মন দিয়েছিলেন নাতাশা। কী ভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেই কথাই আরও এক বার মনে করিয়ে দিলেন হার্দিকের প্রাক্তন স্ত্রী।

Advertisement

মডেলিং ও মিউজ়িক ভিডিয়োয় কাজ করে কেরিয়ার শুরু হয়েছিল তাঁর। তার পরে হার্দিকের স্ত্রী হিসাবে পরিচিত হন তিনি। কিন্তু এ বার নিজের পরিচিতি নিজেই তৈরি করছেন বলে দাবি নাতাশার। তাই সমাজমাধ্যমে নিজের ছবির সঙ্গে লিখলেন, “আমার এই নতুন সংস্করণ কিন্তু ভাগ্যের জোরে তৈরি হয়নি।” নিজের উদ্দেশ্যেই নাতাশা লিখেছেন, “এই মানুষটা বার বার উঠে দাঁড়িয়েছে। যখন পরিস্থিতি খুব কঠিন, তখনও নিজের চেষ্টাতেই উঠে দাঁড়িয়েছে। যখন পাশে কেউ ছিল না, কেউ ঘুরেও তাকায়নি, তখনও এই মানুষটা নিজের চেষ্টায় ঘুরে দাঁড়িয়েছে।” অনুরাগীদেরও একই রকম মনের জোর রাখার পরামর্শ দিয়েছেন নাতাশা।

অনুরাগীরাও তাঁকে প্রশংসায় ভরিয়েছেন। কেউ লিখেছেন, “আপনি সত্যিই অনুপ্রেরণা জোগাতে পারেন। এ ভাবেই ভাল কাজ করে চলুন। আপনার পরিস্থিতি খুব ভাল করেই আমরা বুঝতে পারি।”

বিবাহবিচ্ছেদের পরে সকলেই দায়ী করেছিলেন নাতাশাকে। কিন্তু পরে জানা যায়, সম্পর্কে মোটেই মনোযোগী নন হার্দিক। আরও পরে প্রকাশ্যে আসে, ইতিমধ্যেই নতুন সম্পর্কে জড়িয়েছেন হার্দিক। ক্রমশ নাতাশার দিক থেকে কটাক্ষের বাণ কমতে থাকে।

Advertisement
আরও পড়ুন