Maha Kumbh 2025

৬৫ বছরেও সাহসী রূপে ধরা দেন! মহাকুম্ভে ডুব দিয়ে কী বললেন নীনা গুপ্ত?

প্রায়শই বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে স্পষ্ট মতামত রাখেন নীনা গুপ্ত। বিতর্কেও জড়িয়েছেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩২
Neena Gupta took a holy dip in Maha Kumbh 2025 and shared her experience dgtl

মহাকুম্ভে নীনা গুপ্ত। ছবি: সংগৃহীত।

মহাকুম্ভে এ বার আরও এক বলি অভিনেত্রী। বলিউডের বহু তারকাই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গিয়ে পুণ্যস্নান করেছেন। এ বার সেই তালিকায় নাম লেখালেন বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্ত। শুক্রবার মহাকুম্ভে গিয়ে আশিস প্রার্থনা করলেন তিনি। বহু বছর ধরেই মহাকুম্ভে যাওয়ার ইচ্ছে ছিল নীনার। এ বার তাঁর সেই ইচ্ছে পূরণ হল। তাই মহাকুম্ভ যাত্রা নিয়ে নীনা জানিয়েছেন, এ এক অভুতপূর্ব ও ব্যতিক্রমী অভিজ্ঞতা। প্রায়শই বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে স্পষ্ট মতামত রাখেন নীনা গুপ্ত। বিতর্কেও জড়িয়েছেন অভিনেত্রী।

Advertisement

মহাকুম্ভে পুণ্যস্নান তাঁর বহু দিনের স্বপ্ন। তাই অভিনেত্রীর কথায়, “বহু বছর ধরে অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য। এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। অবশেষে আমি পবিত্র ডুব দিতে পেরেছি আজ।” মহাকুম্ভের মতো বিশালতা আগে কখনও দেখেননি বলে জানান নীনা। তাই পুণ্যস্নান সেরে অভিভূত তিনি। অভিনেত্রী বলেছেন, “এখানকার পরিবেশ অসাধারণ। এর চেয়ে বিরাট আকারের জমায়েত আমি আগে কখনও দেখিনি। এমন বিরাট জমায়েত এত সুন্দর করে আয়োজন করার জন্য সরকারের প্রতি আমি মুগ্ধ।”

৬৫ বছর বয়সী অভিনেত্রী জানান, তাঁর পরবর্তী ছবির জন্য আশীর্বাদ নিতে মহাকুম্ভে গিয়েছেন তিনি। ‘বধ ২’ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবির শুটিং নিয়ে তিনি বলেন, “আমাদের ছবির অর্ধেক শুটিং হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ছবির বাকি শুটিংও আমরা শেষ করে দর্শকের সামনে উপস্থাপন করব।” এই ছবিতে নীনার সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র।

বয়স কেবল একটি সংখ্যা, এমনই মনে করেন নীনা। তাই এখনও সাহসী পোশাকে দেখা যায় তাঁকে। অনুরাগীরা অনুপ্রাণিতও হন। কিন্তু তার সঙ্গে নিন্দকদের কটাক্ষও ধেয়ে আসে তাঁর দিকে।

Advertisement
আরও পড়ুন